4500 টাকা কমে পাওয়া যাচ্ছে Lava Blaze Curve 5G, জেনে নিন স্পেসিফিকেশন ও অফার ডিটেইলস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মার্চ মাসে লাভা তাদের Blaze Curve 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। ভারতীয় ইউজাররা এই ফোনটিকে ভালো রেটিং দিয়েছে। তাই কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3,500 টাকার ডিসকাউন্ট এবং 1,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। ছাড়াও ফোনটি 13,950 টাকার এক্সচেঞ্জ এবং নো কোস্ট EMI মতো অপশনের মাধ্যমেও এটি আরও কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের নতুন দাম, অফার, স্পেসিফিকেশন এবং সেলিং প্ল্যাটফর্মের ডিটেইলস সম্পর্কে।

Lava Blaze Curve 5G এর অফার এবং দাম

  • ভারতীয় বাজারে Lava Blaze Curve 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এই দুটি অপশনেই 3,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • বর্তমানে ফোনের 8GB RAM +128GB স্টোরেজ অপশন মাত্র 14,499 টাকা দামে সেল করা হচ্ছে। তবে টপ মডেল 8GB RAM +256GB স্টোরেজ অপশন মাত্র 15,499 টাকা দামে পাওয়া যাচ্ছে।
  • ব্যাঙ্ক অফার হিসেবে ফোনে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনটি EMI এবং সাধারণ পেমেন্ট করেও কেনা যাবে। এর ফলে ভ্যানিলা মডেলের দাম 13,499 টাকা এবং টপ মডেলের দাম 14,499 টাকা হবে।
  • ব্যাঙ্ক অফার সহ ফোনটিতে পুরনো ফোন সেল করে প্রায় 13,950 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
  • এই অফার সহ নো কোস্ট EMI অপশনের সাহায্যে 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে Lava Blaze Curve 5G ফোনটি কেনা যাবে।

আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন

আরো পড়ুন: সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery

8जीबी रैम+128जीबी मॉडल लॉन्च प्राइस: 17,999
ऑफर प्राइस विद बैंक ऑफर: 13,499 रुपये

8GB RAM +256GB লঞ্চ দাম: 18,999 টাকা
অফার প্রাইস সহ ব্যাঙ্ক অফার: 14,499 টাকা

আমাজন সাইটের মাধ্যমে ফোনটির সমস্ত অফার দেখার জন্য এখানে ক্লিক করুন

Lava Blaze Curve 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: লাভা তাদের Lava Blaze Curve 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ কার্ভড AMOLED ডিসপ্লে যোগ করেছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 800 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ডিভাইসে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7050 অক্টা কোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: কোম্পানি তাদের Lava Blaze Curve 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। এতে পর্যন্ত 8জিবি LPPDR5 র‍্যাম + 256জিবি পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে পারফরম্যান্স বাড়ানোর জন্য এতে 8জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে, ফলে 16জিবি র‍্যাম পারফরম্যান্স পাওয়া যায়।
  • ক্যামেরা: Lava Blaze Curve 5G ফোনে ফটোগ্রাফির জন্য রেয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এতে EIS এবং 20X অপ্টিক্যাল জুম সাপোর্টেড 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Lava Blaze Curve ফোনে 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অপারেটিং সিস্টেম: Lava Blaze Curve 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে কোম্পানি 3 বছর সিকিউরিটি আপডেট দেবে। অর্থাৎ এতে অ্যান্ড্রয়েড 14 এবং 15 আপডেটও পাওয়া যাবে।
  • অন্যান্য: Lava Blaze Curve 5G ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি অ্যাটমস, কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ v5.2 সাপোর্ট করে।

আরো পড়ুন:– বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই, মেহবুবা মুফতির মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন