5th Phase: শিল্প হয়নি, চোরাস্রোত বইছে তৃণমূলে, হুগলি, আরামবাগ, শ্রীরামপুর কী বলছে, কারা জিতবে ?

By Bangla news dunia Desk

Published on:

bjp tmc

Bangla News Dunia , রাজীব ঘোষ : হুগলি জেলার ৩টি লোকসভা কেন্দ্রে ২০ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। যে তিনটি কেন্দ্র এই হুগলি জেলার মধ্যে পঞ্চম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে, সেগুলি হল– হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগ। শেষদফার ভোট প্রচারে এখানে ঝড় তুলে দিয়েছে বিজেপি, তৃণমূল,সিপিএম সহ প্রায় সকল দলগুলি। কিন্তু ভোটগ্রহণের আগে এই তিনটি কেন্দ্রের কোন আসনে কোন প্রার্থী এগিয়ে বা পিছিয়ে রয়েছেন, একবার দেখে নেওয়া যাক।

হুগলি– এই লোকসভা কেন্দ্রের মধ্যে যে ৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলি হল– সিঙ্গুর, চুঁচুড়া, বলাগড়, চন্দননগর, পান্ডুয়া, সপ্তগ্রাম এবং ধনেখালি। সিঙ্গুর কেন্দ্রটি রাজ্য রাজনীতিতে পালাবদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করেছে। ফলে এই কেন্দ্রের ভোট চিত্র বর্তমানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০২৪ এর নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ লকেট চ্যাটার্জী। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি। মূলত রচনার সঙ্গে লকেটের লড়াই। তার আগে ২০১৯ সালের ভোট চিত্রের দিকে নজর দিলে দেখা যাবে, লকেট চ্যাটার্জি পেয়েছিলেন ৪৬.০৬ শতাংশ ভোট। সেখানে তৎকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগ পেয়েছিলেন ৪১.০৩ শতাংশ ভোট। ফলে আগের নির্বাচনেও শতাংশের ব্যবধানে লকেট অনেকটাই এগিয়েছিলেন।

আর ২৪ এর নির্বাচনে রচনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আরো প্রকট হয়ে উঠেছে। এলাকার সাধারণ মানুষকে বলতে শোনা যায়, ভোটে জেতার পরে এই ধরনের সেলিব্রিটি প্রার্থীর মুখ আর দেখতে পাওয়া যায় না। আর তার উপর রয়েছে সিঙ্গুরে শিল্পায়ন না হওয়ার ফলে এলাকার মানুষের আর্থিক দুরবস্থা। সব মিলিয়ে জনতার রায় অনুযায়ী এই কেন্দ্রে ফের লকেট চ্যাটার্জি শেষ হাসি হাসতে পারেন।

আরামবাগ– এই কেন্দ্রের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে এবার আর টিকিট দেয়নি তৃণমূল। আরামবাগ কেন্দ্রে অপরূপা পোদ্দারের দলীয় স্তরে অনুগামী সংখ্যাও রয়েছে। আর এবারে নির্বাচনের আগে দলীয় সভামঞ্চে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছিল, সেই মঞ্চে উঠতে দেওয়া হয়নি বিদায়ী সাংসদ অপরূপাকে। ফলে একরাশ ক্ষোভ অভিমান ঝরে পড়েছে অপরূপার গলায়। আরামবাগ কেন্দ্রে যার ফলে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব একবারে সামনে এসে পড়েছে। এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ, বিজেপি প্রার্থী করেছে অরূপ কান্তি দিগারকে। ১৯ এর নির্বাচনে তৃণমূলের অপরূপা পোদ্দার ৪৪.১৫ শতাংশ ভোট পেয়েছিলেন। তার বিপরীতে বিজেপির তপন কুমার রায় পেয়েছিলেন ৪৪.০৮ শতাংশ ভোট। ফলে একেবারে কানঘেঁষে কোনোরকমে অপরূপার জয় হয়। আর এবার আরামবাগ কেন্দ্রে খুব সহজে জিতে যেতে পারেন বিজেপি প্রার্থী, এমনটাই মনে করছেন এলাকার মানুষজন।

শ্রীরামপুর– এই কেন্দ্রের কথা উঠলেই মনে পড়ে যায় আইনজীবী এবং তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। যদিও ইতিমধ্যেই তিনি হ্যাটট্রিক করে ফেলেছেন। একসময়ের তৃণমূলের শক্তঘাটি বলে পরিচিত। এই শ্রীরামপুর কেন্দ্র বর্তমানে বহু অভিযোগে জর্জরিত। তৃণমূলের নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি থেকে শুরু করে বহু অভিযোগের প্রভাব পড়তে পারে এবারের লোকসভা ভোটে। স্বাভাবিকভাবেই এবারও শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী করেছে কবীর শংকর বোসকে। আবার এখানে সিপিআইএমের তরুণ মুখ দীপ্সীতা ধর প্রার্থী।

২০১৯ এর নির্বাচনে কল্যাণ পেয়েছিলেন ৪৫.৫০ শতাংশ ভোট। সেখানে বিজেপির দেবজিৎ সরকার পেয়েছিলেন মাত্র ৩৮.৪৭ শতাংশ ভোট। ফলে অনেকটাই এগিয়ে রয়েছেন কল্যাণ। তবে এই কেন্দ্রেও শুধু দুর্নীতির সঙ্গে তৃণমূলকে লড়াই করতে হবে এমন নয়, দলের অন্তর্দ্বন্দ্ব প্রবল। বিধায়ক কাঞ্চনকে ঘাড় ধরে গাড়ি থেকে নামাতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যার একটা প্রভাব সাধারন তৃণমূল কর্মীর মধ্যেও দেখা যাচ্ছে। এই কেন্দ্রে দীপ্সিতা ধর জয়ের জায়গায় না থাকলেও তৃণমূল এবং বিজেপির মধ্যে জয়ী প্রার্থী কে হবেন, সেটা নির্ধারণ করে দিতে পারেন। ফলে লড়াই রয়েছে একেবারে হাড্ডাহাড্ডি। অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। #End

আরও খবর পড়ুন : বিনামূল্যে বাড়ি বাড়ি বিদ্যুৎ ! জানুন কারা পাবেন এই সুযোগ ?

আরও খবর পড়ুন : দাড়িভিট থেকে বরাক উপত্যকা , জানুন বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাস

আরো খবরের জন্য নীচের ছবিতে ক্লিক করুন

 

 

 

 

 

 

 

 

 

আরো খবর দেখুন : জানেন কিভাবে উৎপত্তি হল ভারত ভূমির ?

আরো খবর দেখুন :- ভারতের কোন রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু ? কোথায় বেশি মুসলিমরা ? দেখুন তথ্য পরিসংখ্যান

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো খবর দেখুন :- বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে ? কে ছিলেন প্রথম মানব ? জানুন অজানা তথ্য

আরো খবর দেখুন : জানুন ছেলেদের জন্য কন্ডোম কতটা নিরাপদ ?

আরো খবর দেখুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন