PM remembers Atal Vajpayee on 100th birth anniversary

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM remembers Atal Vajpayee on 100th birth anniversary)। বুধবার বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) শততম জন্মদিন। এদিন তাঁকে নিয়ে অনলাইনে এক স্মৃতিকথা লিখলেন মোদি। দাবি করলেন, দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে একবিংশ শতাব্দীতে ভারতের রূপান্তরের স্থপতি বাজপেয়ীর প্রতি।

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী (PM Narendra Modi) লিখেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বনির্ভর ভারত গড়তে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর দৃষ্টি এবং মিশন একটি উন্নত ভারতের জন্য সংকল্পে শক্তি যোগাতে থাকবে।

মোদিকে লিখতে দেখা গিয়েছে, ‘দেশ অটলজির প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তিনি ছিলেন একবিংশ শতাব্দীর ভারতের রূপান্তরের স্থপতি। ১৯৯৮ সালে যখন তিনি শপথ নেন, দেশ এক রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল।’

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

প্রসঙ্গত, এ দেশের হিন্দুত্ববাদী রাজনীতির আঙিনায় বাজপেয়ী ছিলেন ‘নরম মুখ’। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগ। কিন্তু দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর প্রতি ছিল অপার শ্রদ্ধা। এক টালমাটাল সন্ধিক্ষণে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। একদিকে জোট রাজনীতির উথ্থান, অন্যদিকে দেশের অর্থনীতিতে বড়সড়ো বদল আনার প্রক্রিয়া। ১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯-২০০৪ সাল এই তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন বাজপেয়ী।


আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন