Adhaar দপ্তরে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন লক্ষাধিক টাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Aadhaar-Card-Rule-2

Bangla News Dunia, Pallab : চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।UIDAI হলো ভারত সরকারের একটি বিশ্বস্ত সংস্থা। যার মাধ্যমে ভারত সরকার আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকেন। বর্তমানে UIDAI তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের সর্বোচ্চ বয়স সীমা রয়েছে ৫৬ বছর।

আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। নিম্নে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

পদের নাম 

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল পদ।

বয়স সীমা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ‌৫৬ বছর। এছাড়াও সরকারী নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছার রয়েছে।

মাসিক বেতন 

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ৭ ম বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন ৭৮,৮০০ টাকা থেকে ২০৯২০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে যেমন সুযোগ-সুবিধা রয়েছে ঠিক তেমন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

চাকরি প্রার্থীদের কাজের নির্দিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বাজেট, চুক্তি ব্যবস্থাপনা, সমন্বয়, সংস্থাপন, প্রশাসন, পণ্য ও পরিষেবা সংগ্রহ ইত্যাদি সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

আবেদন পদ্ধতি:

অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তার পর আবেদন পত্রে উল্লেখিত আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা নথিপত্র গুলি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।
Director (HR), Unique Identification Authority of India, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi – ১১০০০১

প্রয়োজনীয় নথিপত্র:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কিছু আবশ্যিক নথিপত্রের প্রয়োজন রয়েছে, যথা –

  • সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।
  • আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কসিট এবং সার্টিফিকেট।
  • আবেদনকারীর সচল একটি ব্যাংক একাউন্টের পাসবুক।
  • পূর্বে কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র।
  • জাতিগত সংশয় পত্র (বাধ্যতামূলক নয় যদি থাকে)

আবেদনের শেষ তারিখ:

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা যথাসময়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে নিম্নে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে যাচাই-বাছাই করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন