ATM কার্ড হারিয়ে গিয়েছে? ঘরে বসেই ব্লক করতে পারবেন, কিভাবে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেনের জন্য এটিএম কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এই কার্ড যত্নে রাখা একান্ত আবশ্যক। এই কার্ডের তথ্য প্রতারকদের হাতে চলে গেলে মুহূর্তে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই কোনও কারণে যদি এটিএম কার্ড চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে দ্রুততার সঙ্গে তা ব্লক করতে হবে। কারণ, হারানো কার্ড ভুল হাতে তা পৌঁছে গেলেই বিপদের সম্ভাবনা বেড়ে যাবে। জেনে নিন এটিএম কার্ড হারিয়ে গেলে কী ভাবে তা ব্লক করবেন।

ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে এটিএম কার্ড ব্লক করাতে পারবেন আপনি। কিন্তু ব্যাঙ্ক যদি বন্ধ থাকে তাহলে তা খোলা অবধি যেন ভুলেও অপেক্ষা করবেন না। ওই সময়ের মধ্যেই বড় ক্ষতি হয়ে যেতে পারে। ব্যাঙ্কের ব্রাঞ্চে না গিয়ে বাড়িতে বসেই আপনি কার্ড ব্লক করতে পারবেন। বিভিন্ন ভাবে তা করা যায়। কী ভাবে ব্লক করবেন এটিএম কার্ড:

আরো পড়ুন: 3 বছর বয়সে মুখস্থ 100 দেশের নাম, বিরল প্রতিভাকে স্বীকৃতি ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসের

  • ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে
  • মোবাইল ব্যাঙ্কিং নম্বরে ফোন করে
  • অনলাইনে ব্যাঙ্কের সাইটে গিয়ে
  • এসএমএস ব্যাঙ্কিংয়ের মাধ্যমে

এই সমস্ত ক্ষেত্রেই আপনাকে অথেন্টিকেট করতে হবে, যে আপনি ওই ব্যাঙ্কের গ্রাহক। অ্যাকাউন্ট নম্বর বা ডেবিট কার্ড নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমেই আপনি অথেন্টিকেট করতে পারবেন। তবে বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই সমস্ত পদ্ধতিতে ফারাক হতে পারে। তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কী ভাবে এটিএম কার্ড ব্লক করবেন তা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।

স্টেট ব্যাঙ্কের এটিএম কার্ড হারিয়ে গেলে অনলাইনেই আপনি তা ব্লক করতে পারবেন। এ জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাকাউন্ট নম্বর মনে রাখতে হবে। এই লিঙ্কে ক্লিক করলেই খুলে যাবে কার্ড ব্লক করার উইন্ডো। সেখানে গিয়ে যে সব তথ্য চাইছে তা পূরণ করলেই কার্ড ব্লকের অপশন মিলবে।

1800 112 211 বা 1800 425 3800– এই দুই টোল ফ্রি নম্বরের কোনও একটি ফোন করেও আপনি কার্ড ব্লক করতে পারবেন। কার্ড ব্লকের জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকেই কল করতে হবে। ফোন করার পর যে সমস্ত বিকল্প দেওয়া হবে, সেখানেই আপনি পাবেন কার্ড ব্লকের অপশন।

SBI YONO অ্যাপের মাধ্যমেও আপনি কার্ড ব্লক করতে পারবেন। এর পাশাপাশি মেসেজ পাঠিয়েও এসবিআই-এর কার্ড ব্লক করা যায়। মেসেজের মাধ্যমে কার্ড ব্লক করতে লিখতে হবে- ‘Block<স্পেস>এটিএম কার্ডের নম্বরের শেষ চারটি সংখ্যা’। তার পর তা পাঠিয়ে দিতে হবে 567676 নম্বরে। ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড নম্বর থেকেই এই মেসেজ পাঠাতে হবে।

আরো পড়ুন: PAN 2.0 এবং PAN Card এর মধ্যে আসল পার্থক্য কোথায়? 90% মানুষ জানেন না! বিপদে পড়ার আগে জেনে নিন

আরো পড়ুন:– মহারাষ্ট্র ATS-এর হাতে পাকড়াও ১৩ বাংলাদেশি, কেন ভারতে ঢুকেছিল তারা? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন