Bangla News Dunia, অজয় দাস :- BCCI – এর তরফ থেকে জানানো হয় ২৯ মার্চে যে আই পি এল ( IPL )অনুষ্ঠিত হতে চলেছে তা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হল। আজ আই পি এল গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ( BCCI ) – এর তরফ থেকে জানানো হয় করোনা ভাইরাসের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
এর আগে ভারত সরকার ভারতে আসার জন্য বিদেশিদের ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা দেওয়া বন্ধ রেখেছে। যাতে বিদেশিদের মাধ্যমে এই দেশে ভাইরাসের প্রবেশ না ঘটে। তবে সরকার জানায় ভারতীয়রা ভারতে আসার জন্য ভিসা পাবেন। যেহেতু সরকার ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা দেওয়া বন্ধ করেছে বিদেশিদের জন্য তাই আই পি এল ( IPL ) -এ কোনো বিদেশী খেলোয়াড় আসতে পারতো না।
[ আরো পড়ুন :- চলন্ত ট্রেনে পাথর,ক্ষতিগ্রস্ত যাত্রীরা ]
আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ( BCCI ) সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে কোনো ক্রিকেট ম্যাচে কোনো দর্শক থাকবে না। অর্থাৎ দর্শক শুন্য মাঠে খেলা হবে। এই দিন রঞ্জি ফাইনালে তাই করা হলো। কোনো দর্শককে মাঠে প্রবেশ করতে দেওয়া হল না। BCCI – এও সিদ্ধান্ত নেয় যে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত হওয়া দৃতীয় ওয়ান ডে ম্যাচও দর্শক শুন্য মাঠে খেলা হবে। তবে ১৮ মার্চ ইডেনে অনুষ্ঠিত হতে চলা তৃতীয় ওয়ান ডে ম্যাচও দর্শক শুন্য মাঠে খেলা হবে কিনা তা এখনো জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ( BCCI ).তবে সূত্রের খবর অনুযায়ী সেই ম্যাচটিও দর্শক শুন্য মাঠে খেলা হতে পারে।
ইতি মধ্যেই দিল্লি সরকার দিল্লিতে সমস্ত রকম খেলা , যেখানে প্রচুর দর্শক আসতে পারে তা বন্ধ রাখার কথা বলেছেন। এই দিন দিল্লির উপ – মুখ্যমন্ত্রী মানিষ সিসোধিয়া বলেন আমরা সকলে মিলে এই ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। তিনি বলেন সবাইকে সামাজিক ভেদাভেদ ভুলে এগিয়ে আশা দরকার। মানিষ সিসোধিয়া বলেন দিল্লিতে আই পি এল ( IPL ) ও বন্ধ রাখা হবে। আর এতেই মাথায় হাত দিল্লি ফ্রাঞ্চাইজির কর্তাদের। তবে BCCI – এর এই সিদ্ধান্তে কিছুটা স্বস্থি পায় তারা।