Bangla News Dunia, জয় রায় :- বাজেটে অর্থ মন্ত্রী নির্মলা সীতারামান ট্যাক্স পেয়ের দের জন্য বড় ঘোষণা করলো। এখন আপনাকে ৫ লাখ টাকা ইনকামের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। আগে ৫ লাখ টাকার উপর আপনাকে ১০ % ট্যাক্স দিতে হতো এখন আর ৫ লাখ টাকা ইনকামের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। এর ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। লোকের কাছে টাকা থাকার জন্য লোক বেশি করে ক্রয় করতে পারবে। এর ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।
বর্তমান ট্যাক্স সিস্টেমে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান ৫ লাখ থেকে ৭.৫ লাখ টাকা ইনকামের উপর এখন ১০% ট্যাক্স দিতে হবে। আর ৭.৫ লাখ থেকে ১০ লাখ টাকা ইনকামের উপর ১৫ %ভি ট্যাক্স দিতে হবে। আর ১০ লাখ থেকে ১২.৫ লাখ টাকা ইনকামের উপর আপনাকে ২০% ট্যাক্স দিতে হবে। আর ১২.৫ লাখ থেকে ১৫ লাখ ইনকামের উপর আপনাকে ২৫ % ট্যাক্স দিতে হবে। আর ১৫ লাখ এর উপর ইনকামের উপর আপনাকে ৩০% ট্যাক্স দিতে হবে।
[ আরো পড়ুন :- এই হলিউড অভিনেত্রীর ফটো দেখলে আপনি চমকে যাবেন ! ]
সরকারের এই পদক্ষেপের ফলে যে দেশের সাধারণ নাগরিকই উপকৃত হবেন তাই নয়। দেশে জিনিসের চাহিদা বাড়বে ও এর ফলে দেশে বিদেশী নিবেশ বাড়বে ও বিসনেস ও বাড়বে। এই পদক্ষেপের ফলে মনে করা হচ্ছে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।