BPL-এর টিকিট বিক্রিতে বিশৃঙ্খলা বাংলাদেশে, আগুন জনতার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিতর্ক নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। চুক্তি অনুযায়ী প্লেয়ারদের বেতন না দেওয়া থেকে বিতর্ক শুরু। এরপর সেই বিতর্কে যোগ হয়েছে টিকিট বিক্রি নিয়ে অনিয়ম। প্রথমে টুর্নামেন্ট শুরুর আগের দিন টিকিট না পেয়ে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন। স্টেডিয়ামের একটি গেট ভেঙে দেন তাঁরা। এবার বছরের দ্বিতীয় দিনে ফের একই ছবি। তবে এবা টিকিট না পেয়ে গেট ভেঙে ক্ষান্ত থাকেননি সমর্থকরা। তাঁরা মিরপুর সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে আগুন লাগিয়ে দেন।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ২ তারিখের ম্যাচের জন্য সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়। নিয়মমতো সমর্থকরা টিকিট কিনতে স্টেডিয়ামের বাইরে লাইন দেন। লম্বা সময় ধরে লাইনে দাঁড়ানোর পর সমর্থকদের জানানো হয়, আর টিকিট নেই। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। কাউন্টারের বাঁশ খুলে সমর্থকদের একাংশ স্টেডিয়ামের পাশে সুইমিং কমপ্লেক্সের গেট ভাঙচুর করেন। এরপর টিকিট কাউন্টারে আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তেজিত দর্শকদের সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে।

সমস্যা কোথায়?

প্রথম আলোকে বিসিবির এক কর্তা জানিয়েছেন, ২০০ টাকার টিকিট বিক্রি হয়ে যাওয়ার পর দর্শকদের বলা হয় ৫০০ টাকার টিকিট কিনতে। কিন্তু সেটাও দ্রুত শেষ হয়ে যায়। বাকি থাকে ২০০০ টাকা দামের টিকিট। এত দামি টিকিট কিনতে চাননি সমর্থকরা। এরপরেই ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান ও আগুন লাগিয়ে দেওয়া হয়।

বিপিএলে এবার টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি অফলাইনে শুরু হলেও পরিকাঠামোর অভাব রয়েছে। যাতে টিকিট নিয়ে এই ছবি দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান

আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন