Bangla News Dunia, অজয় দাস :- শাহীন বাগের প্রদর্শন প্রায় ৫০ দিন হবার পর সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান যে সরকার প্রদর্শন কারীদের সাথে কথা বলতে রাজি আছে। তবে প্রদর্শন কারীদের থেকে জানানো হয় সরকারের কোনো মন্ত্রী তাদের সাথে কথা না বললে তারা প্রদর্শন শেষ করবে না।
সরকারের পক্ষ থেকে প্রদর্শন কারীদের জানায় যে তাদের পক্ষ থেকে সঠিক নেতা নির্ধারিত করার পরেই সরকার তাদের সাথে কথা বলবে। এর আগে গতকাল পার্লামেন্টের সামনে বিরোধী কিছু দলের নেতারা সি এ এ বিলের বিরোধিতা করে , যেখানে রাহুল গান্ধী , সোনিয়া গান্ধী সহ সি পি এম ও অন্যান্য বিরোধী নেতারা উপস্থিত ছিল।
[ আরো পড়ুন :- এবার অনির্দিষ্ট কালের জন্য আটকে গেল নির্ভয়ার দোষীদের ফাঁসির নির্দেশ। ]
বিজেপির দাবি বিরোধী দলের নেতারা প্রদর্শন কারীদের ভুল বোঝাচ্ছে ,যে এই বিলের মাধ্যমে ভারতীয় মুসলিমদের তাদের পুরানো জন্ম প্রমান পত্র দেখাতে হবে ,না দেখাতে পারলে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে।
এই সি এ এ আইনের মূল উদ্দেশ হল , এই বিলের মাধ্যমে কোনো ভারতীয় কেই দেশ ছেড়ে যেতে হবে না। এই বিলের মাধ্যমে পাকিস্তান , বাংলাদেশ ও আফগানিস্থান থেকে ধার্মিক কারণে প্রতারিত হয়ে যারা ভারতে এসেছে তাদের নাগরিকত্ব দেবার আইন। তাই কোনো ভারতীয় কেই এই আইনের জন্য ভয় পাবার কোনো কারণ নেই।