BSF-এর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশিদের, উত্তেজনা বাংলাদেশ সীমান্তে !

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : বিএসএফ জওয়ানের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল জনা কয়েক বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ইন্দো-বাংলাদেশ সীমান্ত মাগুরুলীতে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে ব্যপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সীমান্তে চোরাচালান বন্ধ করে দেওয়ার কারণেই বিএসএফ জওয়ানের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পাচারকারীরা। বেশ কিছুক্ষণ পর দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা

আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

জানা গিয়েছে, এদিন ত্রিপুরার মাগুরুলী সীমান্তে ৪৭ নম্বর পিলারের কাছে কয়েকজন বাংলাদেশি বিড়ি পাচার করছিল। পাচারে বাধা দেয় টহলরত দুই বিএসএফ জওয়ান। সেই সময় পাচারকারীদের ধাওয়া করলে বিএসএফ জওয়ানরা বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়ে। এরপরই দুই বিএফএফ জওয়ান ভারত ভূখণ্ডে ফিরে আসার চেষ্টা করলে ঘটনাস্থলে হাজির হয় বাংলাদেশ বর্ডার গার্ডের জওয়ানরা। বিজিবি জওয়ানদের পাশে পেয়ে দুই বিএসএফ জওয়ানের উপর আক্রমণ চালায় ৭-৮ জন বাংলাদেশি। বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমনকী, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফের আরও বেশ কয়েকজন জওয়ান। কোনওভাবে বাংলাদেশ ভূখণ্ড থেকে ভারতের ভূখণ্ডে  প্রাণ হাতে ফেরেন দুই বিএসএফ জওয়ান। পরিস্থিতিও কিছুটা শান্ত হয়। বিএসএফ জওয়ানদের দেখে পিছু হটে বাংলাদেশি পাচারকারীরা।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন