BSNL Recharge Plan: সবচেয়ে সস্তার প্ল্যান এনেছে বিএসএনএল! 365 দিন নো চিন্তা! আজই রিচার্জ করুন

By Bangla News Dunia Dinesh

Published on:

BSNL

 

Bangla News Dunia , দীনেশ : বর্তমান সময়ে দাঁড়িয়ে বিএসএনএল দুর্দান্ত পরিষেবা দিচ্ছে গ্রাহকদের। সম্প্রতি BSNL তার গ্রাহকদের জন্য 4G পরিষেবা চালু করতে চলেছে। মোবাইল টেলিকম কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে অভিনব কোম্পানি গুলো এয়ারটেল এবং জিও। তবে কয়েক মাস আগেই জিও তাদের রিচার্জ প্ল্যান অনেক বেশি মূল্য করে ফেলায় সাধারণ মানুষজন উচ্চ দামের জন্য বেশি সুবিধা যুক্ত ও সহজলভ্য BSNL কেই শেষপর্যন্ত বেঁছে নিয়েছেন। জুলাই ২০২৪ সাল থেকে বিএসএনএল গ্রাহক সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

BSNL এর তুমুল সস্তা রিচার্জ প্ল্যান!

বিশেষ করে বিএসএনএল যে রিচার্জ প্ল্যান গুলো রয়েছে সেগুলো অনেক সুলভ মূল্যে পাওয়া যায় এবং আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কল ও ডেটা সহ আরো অনেক সুবিধা। সম্প্রতি বিএসএনএল একটি ঘোষণা করেছে যেটি হল, খুব শীঘ্রই সারাদেশে 4G পরিষেবা আনতে চলেছে বিএসএনএল। ইতিমধ্যে সেই সম্পর্কিত কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। বিএসএনএল টেলিকম কোম্পানি জানিয়েছেন, এই বছরের শেষের মধ্যে সারা দেশে সঠিকভাবে 4G নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হবেন।

আরো পড়ুন :- এগিয়ে আসছে পৃথিবীর শেষ দিন ? কি বলছে বিজ্ঞানীরা

4G নেটওয়ার্ক চালু হলে এটি একটি দ্রুত গতির নেটওয়ার্ক পরিষেবা দেবে। বলাই বাহুল্য বাজারে এখন যেভাবে জিও ও এয়ারটেল একচেটিয়া ব্যবসা শুরু করেছে সেখানে BSNL অন্য দুই টেলিকম কোম্পানি গুলোর সাথে পাল্লা দিতে নামছে। রিচার্জ নিয়েও ঠান্ডা প্রতিদ্বন্দ্বিতা ছিল আগাগোড়াই। জিও বা এয়ারটেল কোনো সময় রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলেই তৎক্ষনাৎ BSNL রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই কমিয়ে দেয়। সম্প্রতি BSNL স্বল্প মুল্যে কয়েকটি রিচার্জ প্ল্যান এনেছে যেখানে আপনি মাত্র ১১৯৮ টাকা খরচ করেই পেয়ে যাচ্ছেন ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের ভ্যালিডিটি। আরও কোন কোন রিচার্জ প্ল্যানে থাকছে ব্যাপক সুবিধা? জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

আরো পড়ুন :- বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন

আরো পড়ুন :- মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !

BSNL এর কোন রিচার্জে কী কী সুবিধা?

আপনি যদি ১১৯৮ টাকার রিচার্জ করেন তাহলে পেয়ে যাবেন আনলিমিটেড কলের পাশাপাশি ডেটা, ম্যাসেজ সহ একাধিক সুবিধা পাবেন। ১১৯৮ টাকার রিচার্জে পেয়ে যাবেন ৩০০ মিনিট ভয়েসকল, মাসিক ৩০ টি ম্যাসেজ এছাড়া পাবেন ৩৬ জিবি ডেটা। এই রিচার্জের জন্য আপনার মেয়াদ থাকবে ৩৬৫ দিন।

এছাড়া আরও দুটি স্বল্প মুল্যে রিচার্জ প্ল্যান হল ১৯৯৯ টাকার এবং ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান। বিএসএনএলের ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে কি কি সুবিধা :-১) আনলিমিটেড ভয়েস কলের সুবিধে ২) ৬০০ জিবি ডেটা, দৈনিক ১০০ টা ম্যাসেজ থাকছে ৬০০ জিবি ডেটা এবং প্রতি দিনে ১০০টি করে এসএমএসের সুবিধে।

২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০টি করে ম্যাসেজের সুযোগ।প্রতি মাসে ৩০টি করে এসএমএসের সুবিধে এবং সারা বছরের জন্য মাত্র ৩৬ জিবি ডেটা। এটি মূলত একটি ভ্যালিডিটি প্ল্যান যার মেয়াদ ৩৬৫ দিন।

সম্প্রতি BSNL অতি স্বল্প মুল্যে তিন তিনটি রিচার্জ প্ল্যান চালু করেছেন যার মাধ্যমে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন। বিশেষ করে কিছু টেলিকম কোম্পানি রিচার্জ প্ল্যান বর্তমানে খুবই উচ্চ, যার ফলে মাসের আয়ের অনেকটাই চলে যায় রিচার্জে, তাই উপরে বর্ণিত তিনটি রিচার্জ প্ল্যান আপনার অনেকটাই আর্থিক সাশ্রয় করবে। তাহলে আর দেরি কেনো! এই সুযোগ কাজে লাগিয়ে এখনই রিচার্জ করে ফেলুন আর স্বল্প মুল্যে অনেক সুবিধা ভোগ করুন। এমন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।

#END

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন