Defence News : নিজস্ব ‘আয়রন ডোম’ তৈরি করছে ভারত ! জানুন কিভাবে কাজ করবে এটি

By Bangla news dunia Desk

Published on:

missile , indian iron dome system

Bangla News Dunia , অমিত :  বিশ্ব জুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে ইজরায়েলের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ বা আকাশ নিরাপত্তা ব্যবস্থা ‘আয়রন ডোম’। ইজরায়েলের সামরিক কর্তাদের দাবি, ‘আয়রন ডোম’ না থাকলে হামাসের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যেত তাদের দেশের বহু এলাকা। তবে যে খবর আরও চমক এনেছে তা হল ইজরায়েলের ‘আয়রন ডোম’-এর মতোই এক ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ তৈরি করতে চলেছে ভারতও!

এটি হতে চলেছে ভারতের নিজস্ব ‘আয়রন ডোম’। ২০২৮-২৯ সালের মধ্যেই ভারত তার প্রথম আকাশ প্রতিরোধক ব্যবস্থা তৈরি করে ফেলতে পারবে বলে মনে করা হচ্ছে। ‘আয়রন ডোম’ কী ? ইজরায়েলের ‘নিশ্ছিদ্র পাহারাদার’ বলে মনে করা হয় এই আকাশ প্রতিরোধক ব্যবস্থাকে। সে রকমই এক অস্ত্রের জন্ম দিতে চলেছে ভারত। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভারতের নিজস্ব এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট কুশ’।

আরো পড়ুন :- ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আরও একটি দেশ !

‘প্রজেক্ট কুশ’-এর দায়িত্বে রয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। এটি তৈরি হয়ে গেলে তা শত্রুপক্ষের দিক থেকে ধেয়ে আসা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্টিলথ যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, ‘প্রজেক্ট কুশ’ সফল হলে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং আমেরিকার ‘প্যাট্রিয়ট-এর থেকেও বেশি কার্যকর হবে এটি।

 

avilo home

 

কী ভাবে কাজ করবে ভারতীয় আকাশ প্রতিরোধক ব্যবস্থা ? কুশ প্রকল্পের অধীনে তৈরি সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা ‘লং রেঞ্জ সারফেস-টু-এয়ার ডিফেন্স সিস্টেম’-এর মধ্যে রয়েছে আকাশে বহু দূর পর্যন্ত নজরদারি করার ক্ষমতা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১৫০ থেকে ৩৫০ কিমি দূরে থাকা ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে, তা ধ্বংস করতে সক্ষম এলআর-এসএএম। এলআর-এসএএম-এ থাকছে ‘ফায়ার কন্ট্রোল’ রাডারও।

আরো পড়ুন :- জানেন মাসে কত টাকা মাইনে পান ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ? জানুন অজানা তথ্য

কৌশলগত ভাবেও কাজ করতে সক্ষম হবে ভারতীয় ‘এয়ার ডিফেন্স সিস্টেম’। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দু’টি ক্ষেপণাস্ত্র একে অপরের দিকে ছোড়া হলে এই প্রতিরক্ষা ব্যবস্থার সেই ক্ষেপণাস্ত্র গুলিকে ধ্বংস করার ক্ষমতা হবে প্রায় ৯০ শতাংশ। আকাশসীমায় কড়া নজরদারি চালাতে পারবে ভারতের এই ‘আয়রন ডোম’। রকেট হামলা হোক বা ক্ষেপণাস্ত্র, এমনকি ড্রোন হামলা কোনও কিছুই এর নজর এড়িয়ে যেতে পারবে না।

দেশে হামলা চলার আগে আকাশেই সেই লক্ষ্যবস্তুকে নিশ্চিহ্ন করে দেবে এলআর-এসএএম। মাটি থেকে আকাশ দূরপাল্লার হামলা প্রতিরোধক এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত তিনটি কাজ করবে। রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, দ্রুত তাতে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেওয়া। নজরদারির মাধ্যমে এটি ভারতীয় বায়ুসেনাকেও আকাশপথে শত্রুদের আক্রমণ করতে ও হামলা থেকে রক্ষা পেতে সাহায্য করবে।

আরো পড়ুন :- ভারতের কোন রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু ? কোথায় বেশি মুসলিমরা ? দেখুন তথ্য পরিসংখ্যান

শত্রুদের হামলার সময় এলআর-এসএএম ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথ ভাবে কাজ করতে সক্ষম বলেও জানা যাচ্ছে। সামগ্রিক ভাবে, ‘আয়রন ডোম’-এর এই দেশীয় সংস্করণ আকাশপথে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বাড়িয়ে দেবে। শত্রুবাহিনীর ক্ষেপণাস্ত্রকে দূরেই ধ্বংস করে ভারতীয় আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করবে এটি। উল্লেখযোগ্য, ভারতের কাছে ইতিমধ্যেই রাশিয়া থেকে নেওয়া তিনটি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

আরো পড়ুন :- পবিত্র ভূমি জেরুজালেমের ইতিহাস জানেন ? না জানলে জেনে নিন

এস-৪০০ এই ধরনের দুটি প্রতিরক্ষা ব্যবস্থা এখনো রাশিয়া থেকে ভারতে আসা বাকি। রাশিয়া-ইউক্রেন সংঘাতের পরে তৈরি জটিলতার কারণে এখনও তা ভারতে পৌঁছয়নি। ‘প্রজেক্ট কুশ’-এর জন্য ২১,৭০০ কোটি টাকার অনুমোদন পেয়েছে ডিআরডিও। সরকারি এবং বেসরকারি অংশীদারদের সাহায্যে তৈরি হবে এই প্রকল্প। খবর, পাকিস্তান ও চিনের মতো প্রতিবেশী দেশগুলি থেকে উদ্ভূত হুমকির কারণে ভারতের হাতে ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ থাকা অত্যন্ত জরুরী।

পাকিস্তানের হাতে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও চিনের কাছে ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ রয়েছে। সেগুলির ক্ষমতা রাশিয়ার এস-৪০০ সিস্টেমের থেকে কমজোরি হলেও ঝুঁকি নিতে চাইছে না ভারত। উল্লেখযোগ্য যে, ভারত ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ তৈরি করলেও তা কতটা নিশ্ছিদ্র হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে তৈরির পরে যখন টেস্ট করা হবে তখন তার কার্যকারিতা বোঝা যাবে।  #short news

আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে পুরনো ধর্ম কোনটি ? কিভাবে বিস্তার হল ? জানুন অজানা তথ্য

আরও পড়ুন : জানেন কিভাবে উৎপত্তি হল ভারত ভূমির ?

আরো খবরের জন্য নীচের ছবিতে ক্লিক করুন

 

 

https://twitter.com/study14522/status/1704094103859077365?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1704094103859077365%7Ctwgr%5Ec2d521173dd53d1a32bbf01e632621d599728438%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.banglanewsdunia.com%2Fcountry%2Fe0a6ace0a6bfe0a6b6e0a78de0a6ace0a787e0a6b0-e0a6b8e0a6ace0a69ae0a787e0a6afe0a6bce0a787-e0a6a6e0a6bee0a6aee0a6bf-e0a6aee0a781e0a6a6%2F

 

https://twitter.com/study14522/status/1713075469892079832?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1713075469892079832%7Ctwgr%5Ec2d521173dd53d1a32bbf01e632621d599728438%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.banglanewsdunia.com%2Fcountry%2Fe0a6ace0a6bfe0a6b6e0a78de0a6ace0a787e0a6b0-e0a6b8e0a6ace0a69ae0a787e0a6afe0a6bce0a787-e0a6a6e0a6bee0a6aee0a6bf-e0a6aee0a781e0a6a6%2F

 

https://twitter.com/study14522/status/1713579625945923607?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1713579625945923607%7Ctwgr%5Ec2d521173dd53d1a32bbf01e632621d599728438%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.banglanewsdunia.com%2Fcountry%2Fe0a6ace0a6bfe0a6b6e0a78de0a6ace0a787e0a6b0-e0a6b8e0a6ace0a69ae0a787e0a6afe0a6bce0a787-e0a6a6e0a6bee0a6aee0a6bf-e0a6aee0a781e0a6a6%2F

 

আরো পড়ুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরও পড়ুন : পুজোর মুখে রাজ্যে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড়

আরও পড়ুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

আরো পড়ুন :- এই কারণে বৈশাখীর প্রেমে পড়েছিলেন শোভন ?

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে ? কে ছিলেন প্রথম মানব ? জানুন অজানা তথ্য

আরো পড়ুন :- কলকাতায় হচ্ছে অযোধ্যার রাম মন্দির ! দেখতে যাবেন নাকি

আরো পড়ুন : জানুন ছেলেদের জন্য কন্ডোম কতটা নিরাপদ ?

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন