‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাহুল গান্ধির থেকে ভালো নেতা মনে করি’, কেন এমন বললেন দিলীপ ?

By Bangla news dunia Desk

Published on:

mamata banerjee dilip ghosh

 

Bangla News Dunia, দীনেশ :- এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশংসা শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায়! শুক্রবার রাতে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi) তুলনা টেনে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাহুল গান্ধির থেকে ভালো নেতা মনে করি।’ দিলীপের কথায়, ‘রাহুল গান্ধির চেয়ে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার।’ বিজেপি (BJP) নেতার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

এর আগেও একাধিকবার নিজের কথায় বিরোধীদের কুপোকাত করেছেন দিলীপ। এবারও তাঁর কথায় নানা জল্পনা শুরু হয়েছে। জোর চর্চা শুরু হয়েছে, দিলীপ ঘোষের হলটা কী? তবে কি তিনিও শিবির বদলাতে চলেছেন? এদিকে দিলীপ ঘোষ যখন রাহুল গান্ধির বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, তখন তাঁর বুদ্ধিমত্তা নিয়ে পালটা খোঁচা দিয়েছে কংগ্রেসও।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

এই মুহূর্তে রাজ্যে বিজেপির কোনও পদে নেই দিলীপ। এবারের লোকসভা ভোটে মেদিনীপুরের জেতা আসন থেকে সরিয়ে তাঁকে আসানসোল-দুর্গাপুর আসনে প্রার্থী করা হয়েছিল। পরাজয়ের পর এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন