Bangla News Dunia, Pallab : 5 বছর পর রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। রিপোর্ট মারফত খবর, দীর্ঘ সময় পেরিয়ে 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে RBI। জানা যাচ্ছে, পূর্ব নির্ধারিত রেপো রেট 6.50 শতাংশ থেকে কমিয়ে 6.25 শতাংশ করা হয়েছে। যার দৌলতে এক ধাক্কায় শিক্ষা ঋণ থেকে শুরু করে, গাড়ি-বাড়ির ঋণ অনেকটাই কমবে। EMI-তে বিরাট সুবিধা পাবেন গ্রাহকরা।
শেষমেশ রেপো রেটে কাটছাঁট করল RBI
গত 5 ফেব্রুয়ারি, বুধবার বসা 3 দিনের মুদ্রা নীতি কমিটি (NPC) শিক্ষা ঋণ থেকে শুরু করে গাড়ির ঋণের ক্ষেত্রে নির্ধারিত রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বলা বাহুল্য, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের মেয়াদ শেষের পর ক্ষমতা হস্তান্তর হয় সঞ্জয় মালহোত্রার কাছে। তাঁর দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রথম বৈঠক। আর এই বৈঠক শেষেই RBI গভর্নর মালহোত্রা নতুন রেপো রেট ঘোষণা করেন।
আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
রেপো রেট কী?
গাড়ি-বাড়ির ঋণের ক্ষেত্রে রেপো রেট শব্দটির সাথে পরিচিত থাকলেও অনেকেই এই বিষয়ে বিস্তরভাবে ওয়াকিবহাল নন। সেক্ষেত্রে বলে রাখি, রেপো রেট হলো যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে স্বল্প মেয়াদী প্রয়োজনে সরকারি সিকিউরিটির বিপরীতে টাকা ধার নেয়। এক কথায়, যে হারে ভারতের বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কগুলি RBI-এর কাছ থেকে ঋণ পায় তাকেই রেপো রেট বলে।
গাড়ির ঋণ কমবে অনেকটাই !
সাধারণত গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে লোন নেন অনেকেই কিংবা EMI ফেসিলিটি ব্যবহার করে স্বপ্নের গাড়ি বাড়িতে নিয়ে আসেন। সেক্ষেত্রে ব্যাঙ্কগুলি গ্রাহকদের লোন দেয় রেপো রেট বাড়িয়ে। যার ফলে সুদের হারও বাড়তে থাকে। কারণ এই সুদের পরিমাণ থেকেই ব্যাঙ্ক তার আখের গোছায়। বেশ কিছু রিপোর্ট বলছে, RBI রেপো রেট কমানোর পর গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ অনেকটাই সস্তা হবে। যে কারণে EMI-ও আসবে অনেক কম।
গাড়ির ঋণে গ্রাহকদের কত টাকা সাশ্রয় হবে?
RBI-এর নতুন রেপো রেট অনুযায়ী গাড়ি কেনার ক্ষেত্রে তার ঋণে গ্রাহকদের কত টাকা সাশ্রয় হতে পারে তা একটা হিসেবের মাধ্যমে বুঝে নিন। ধরা যাক, আপনি 9 শতাংশ বার্ষিক সুদের হারে একটি 10 লক্ষ টাকার গাড়ি কিনেছেন। সেক্ষেত্রে আপনার ঋণ পরিশোধের সময়সীমা রয়েছে 7 বছর। এবার এই দীর্ঘ সময়ের মধ্যে নতুন রেপো রেট অনুযায়ী, প্রতিবছর 1 হাজার 524 টাকা সাশ্রয় হবে আপনার। সেক্ষেত্রে আগের EMI যদি 16,089 টাকা (9%) হয় তবে চলতি বছর থেকে নতুন রেট অনুসারে, EMI হবে 15,996 টাকা (8.75%)।