এস বি আই এ উঠল মিনিমাম ব্যালেন্স, কমলো সুদের হার

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia, সারদা দে :- গ্রাহকদের সুবিধারতে নুন্যতম ব্যালেন্স তুলে দিল এস বি আই ।ব্যাঙ্কের চেয়ারম্যন রাজনীশ কুমারের বিবৃতি অনুসারে এখন জিরো ব্যালেন্স রাখা যাবে সেভিংন্স অ্যাকাউন্ট এ । উঠে গেল এসএমএস চার্জ ও।ফলে আগে নূন্যতম ব্যালেন্স না থাকলে গ্রাহকদের যে চার্জ কাটা যেত সেটা আর এখন হবে না।এস বি আই এর  এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি এই ব্যাঙ্কের গ্রাহকরা।

[ আরো পড়ুন :- বিরল দৃশ ! গ্রামের রাস্তায় দৌড়োচ্ছে সিংহ ! ভিডিও ভাইরাল ]

তবে এর পাশাপাশি ১০ই মার্চ থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমান হল। ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ছিল ৪.৫% যা কমে হয়েছে ৪%।প্রবীনদের ক্ষেত্রে ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ৪.৫ শতাংশ করা হয়েছে।বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও পরবর্তীকালে এই পথে হাটলে গ্রাহকদের দুশ্চিন্তা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

[ আরো পড়ুন :-করোনা ভাইরাসের জেরে চীন থেকে আশা পণ্যের দাম বাড়ার আশঙ্কা]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন