Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে স্টার্টআপ-এর উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে এর আগে নানা ভাবে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এ বার আরও একটি পদক্ষেপ করল ডিপার্টমেন্ট অফ প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড (DPIIT)। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের সঙ্গে মউ সই করল তারা।
বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্টার্টআপগুলিকে প্রয়োজনীয় কাঁচামাল, সুযোগ এবং ব্যবসার নেটওয়ার্ক তৈরি করে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। এর ফলে স্টার্টআপগুলির বৃদ্ধির ক্ষেত্রে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো?
স্টার্টআপের প্রতি বিশেষ নজর রয়েছে ফ্লিপকার্টেরও। ভারতীয় ই-কমার্স সংস্থার তরফে একটি উদ্যোগ রয়েছে, যার নাম Leap and Ventures Initiative, এরই মধ্যে রয়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ভেঞ্চার ফান্ডও। এখনও পর্যন্ত সংস্থাটি ২০টি স্টার্টআপ সংস্থায় বিনিয়োগ করেছে। আরও ভালো স্টার্টআপ সংস্থায় বিনিয়োগের কথাও ভাবছে ফ্লিপকার্ট।
যে মউ সই হয়েছে, তাতে যে বোঝাপড়া হয়েছে, সেই সূত্রে স্টার্টআপগুলি সহজেই কাঁচামাল পাবে, ইন্ডাস্ট্রি রিপোর্ট, যাবতীয় গবেষণা পত্র ও তথ্যও পাবে স্টার্টআপগুলি। এছাড়া, স্টার্টআপগুলি এর ফলে সহজেই পেটেন্ট পাওয়ার মতো সুবিধা পাবে। বাজারে নামার ক্ষেত্রেও সহযোগিতা মিলবে বলে মনে করা হচ্ছে।
উদ্যোগপতিদের জন্য ভারতে ঠিক পরিবেশ তৈরির লক্ষ্যে এই কাজ করেছে DPIIT। এএনআই- প্রতিবেদন সূত্রের খবর, স্টার্টআপ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি জানিয়েছেন, নতুন মউ চুক্তির ফলে স্টার্টআপগুলি নতুন উচ্চতা ছোঁয়ার মতো পরিকাঠামো পাবে। ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার অফিসার রজনীশ কুমার এএনআই-কে জানিয়েছেন, স্টার্টআপগুলিকে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছে ফ্লিপকার্ট। কৌশলগত সাহায্য এবং বিশ্ব বাজারের যোগাযোগ গড়ে দেওয়ার কথা ভাবছে ই-কমার্স সংস্থা।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
আরো পড়ুন:- ১২ হাজারেরও বেশি শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার! রইলো বিস্তারিত
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024