Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফাস্ট মুভিং কনজ়িউমার গুডস বা এফএমসিজি সেক্টরে নিজেদের উপস্থিতি আরও জোরালো করতে চাইছে রিলায়েন্স কনজ়িউমার প্রোডাক্টস। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, টাটা কনজ়িউমার এবং ক্রেমিকার মতো এফএমসিজি সেক্টরের সংস্থাগুলিকে কড়া চ্যালেঞ্জ ছুড়তে চাইছে। সেই লক্ষ্যেই সিল ফুড ইন্ডিয়াকে অধিগ্রহণ করল রিলায়েন্স। এই অধিগ্রহণের বিষয়ে রিলায়েন্সের এক একজ়িকিউটিভ বলেছেন, ‘অধিগ্রহণের সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। পশ্চিম ও দক্ষিণ ভারতের বাজারের বড় অংশের দখল রয়েছে পুণে বেসড সিল ফুড ইন্ডিয়ার। রিলায়েন্স এই ডিসট্রিবিউশনকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায়। এফএমসিজি সেক্টরে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, টাটা কনজ়িউমারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা চাইছে রিলায়েন্স।’
সিল ফুড ৭৫ বছরের পুরোনো সংস্থা। রান্নার বিভিন্ন মশলার পেস্ট, জ্যাম, মেয়োনিজ়, বেকড বিনস, বিভিন্ন রকমের সসের মতো একাধিক প্যাকেজড খাবার তৈরি করে এই সংস্থা। জেমস স্মিথ অ্যান্ড কোম্পানির হাত ধরে পথচলা শুরু হয়েছিল সিল ফুড ব্র্যান্ডের। ১৯৯৩ সালে ম্যারিকো ইন্ডাস্ট্রিজ় এই সংস্থা অধিগ্রহণ করে। ২০২১ সালে ফুড সার্ভিস ইন্ডিয়া নামের এক সংস্থার হাতে যায় এই সংস্থার মালিকানা। ফুড সার্ভিস ইন্ডিয়ার থেকেই সিল ফুডস কিনল রিলায়েন্সে। তবে কেবল সিল ব্র্যান্ড কিনেছে রিলায়েন্স। ওই সংস্থার ম্যানুফ্যাকচারিং ইউনিট অবশ্য কিনছে না রিলায়েন্স।
রিলায়েন্সের এই অধিগ্রহণ তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ বলে জানা গিয়েছে। সিল ব্র্যান্ডের আগে এফএমসিজি সেক্টরের একাধিক সংস্থা গত এক বছরে অধিগ্রহণ করেছে রিলায়েন্স। সেই তালিকায় রয়েছে রাসকিক বেভারেজ, লোটাস চকোলেটস, সসয়ো কার্বোনেটেড ড্রিঙ্কস, টফিম্যান কনফেকশনারিজ়। গত বছর থেকেই ক্যাম্পা কোলাকেও নতুন রূপে বাজারে এনেছে রিলায়েন্স। যা কোল্ডড্রিঙ্কস সেক্টরে কোকাকোলা, পেপসির মতো সংস্থাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা