Gmail-কে টক্কর দিতে আসছে X mail? বড় ইঙ্গিত ইলন মাস্কের, বিস্তারিত জানতে পড়ুন

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই লাফিয়ে বেড়েছে টেসলার শেয়ারদর। লাফিয়ে বিত্ত বেড়েছে ইলন মাস্কের। তার সঙ্গেই আমেরিকায় ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছে মাস্ক। এই আবহেই আলোচনা চলেছে, আর কী ভাবে নিজের ব্যবসা বাড়াতে পারেন মাস্ক। একদিকে আলোচনায় এসেছে স্টারলিঙ্ক। অন্যদিকে ফের আলোচনায় উঠে এসেছে এক্স মেল (X Mail)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ বার আনতে পারে মেল পরিষেবাও। নাম হতে পারে X mail, আর এটা নিয়েই জল্পনা এখন তুঙ্গে। যদি এমনটা হয়, তাহলে গুগলের জিমেলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এটি।

রবিবারই DogeDesigner -নামে একটি X হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয় X Mail নিয়ে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফের আলোচনায় উঠে এসেছে এটি।

এর আগে ফেব্রুয়ারিতে X Mail নিয়ে নিজেই মুখ খুলেছিলেন ইলন মাস্ক। সেই সময়, X-এর সিকিউরিটি ইঞ্জিনিয়ার ন্যাট ম্যাকগ্র্যাডি জিজ্ঞেস করেছিলেন যে, কখন X Mail তৈরি করা হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে মাস্ক বলেছিলেন, ‘ওটা আসছে।’ গত রবিবার ফের আলোচনায় উঠে আসে বিষয়টি।

টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ই-মেল মার্কেটের ৫৩ শতাংশের উপরেই রয়েছে অ্যাপলের ইমেল মার্কেটের দখলে। জিমেলের হাতে রয়েছে ৩০-৩১ শতাংশ মতো। এছাড়াও, আউটলুক, ইয়াহু মেলের মতো প্ল্যাটফর্মও রয়েছে।

কেন এই স্বপ্ন দেখছেন মাস্ক?

 

 

X নিয়ে গোড়া থেকেই বড় স্বপ্ন দেখেছেন ইলন মাস্ক। ট্যুইটার অধিগ্রহণ করে তার নতুন নাম করা হয় X, আর তখন থেকেই এটিকে বহুমুখী বা মাল্টিফাংশনাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার স্বপ্ন দেখেছেন তিনি। শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ না থেকে শপিং, পেমেন্ট থেকে ইমেল- সর্বত্র X প্ল্যাটফর্মকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে ইলন মাস্কের।

আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন

মন্তব্য করুন