GPay-র অটোপে ফিচার কী ভাবে বন্ধ করবেন? জেনে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গুগল পে (GPay) ব্যবহার করে লেনদেন করা অনেক সহজ হয়ে গিয়েছে। প্রতি মাসের নির্দিষ্ট খরচ সহজেই মেটানো যায় এই অ্যাপের মাধ্যমে। এর জন্যই রয়েছে অটোপে ফিচার। এই ফিচারের মাধ্যমে অ্যাপের সাবস্ক্রিপশন হোক বা অন্য বিলের পেমেন্ট, নিজে থেকেই হয়ে যায়। কিন্তু কোনও সাবস্ক্রিপশন বন্ধ করতে বা খরচে রাশ টানতে অটোপে ফিচার বন্ধ করতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। কারণ অটোপে চালু করা যতটা সহজ, তা বন্ধ করতে সামান্য হলেও ঝক্কি পোহাতে হয়। এই প্রতিবেদনে সেই পদ্ধতির কথা জানানো হয়েছে। এই পদ্ধতিতে খুব সহজেই গুগল পে-র অটোপে ফিচার বন্ধ করতে পারবেন।

কী ভাবে বন্ধ করবেন অটোপে?

• প্রথমে নিজের মোবাইলে গুগল পে অ্যাপ খুলুন।

• গুগল পে অ্যাপের টপ রাইট কর্নারে আপনার প্রোফাইল পিকচার দেখা যায়। সেখানে ক্লিক করুন।

• এর মধ্যেই পাবেন ‘অটোপে’ অপশন। তাতে ক্লিক করুন।

• অটোপে অপশনে ক্লিক করলেই আপনাকে দেখিয়ে দেবে কোন কোন সাবস্ক্রিপশন অটোপে এনাবেল করা আছে।

• এই তালিকার মধ্যে যে সাবস্ক্রিপশন আপনি বন্ধ করতে চান সেটি সিলেক্ট করুন।

• এর মধ্যেই পাবেন ‘ক্যানসেল অটোপে’ অপশন। তা সিলেক্ট করলে কনফার্মেশনের জন্য আরও এক বার জিজ্ঞাসা করবে। তাতে সম্মতি দিলে ইউপিআই পিন দিতে হবে। পিন দিলেই বন্ধ হবে অটোপে। এর জন্য মেল বা মেসেজও পাঠাবে।

আরও পড়ুন:– চুক্তির নিয়ম অনুযায়ী ভারতের দাবি মেনে নিল বাংলাদেশ, বিস্তারিত জানুন

আরও পড়ুন:– বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে ‘হোমমেড’ অ্যালার্ম, কিভাবে কাজ করে ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন