Bangla News Dunia, দীনেশ দেব :- এইদিন জি এস টি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মোবাইল ফোনের উপর কর বাড়িয়ে ১৮ শতাংশ করা হবে। বর্তমানে মোবাইল ফোনের উপর ১২ শতাংশ কর ধার্য করা হয়। এইদিন বৈঠক শেষে অর্থমন্ত্রী নির্মলা সিতারামন এই কথা জানান। এই ক বৃদ্ধির প্রভাব মোবাইল ফোন বিক্রির উপর পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ দের মতে এতে দাম বাড়বে মোবাইলের ও দাম বাড়ার ফলে তাঁর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর ।
[ আরো পড়ুন :- সাবধান : আপনি কি বাড়িতে জল কিনে খান ? পাওয়া গেল নকল জলের কারখানা ]
আগেই করোনা ভাইরাসের জেরে চীন ও অন্য দেশের থেকে কাচা মাল আশা বন্ধ হয়েছে । আর তার উপর জি এস টি ফলে মোবাইলের মূল্য বৃদ্ধি হাওয়ায় ব্যাবসায় সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে মোবাইল নির্মাতারা। মোবাইল নির্মাতা কোম্পানি গুলো সরকারের কাছে কাচা মাল আমদানির উপর শুল্ক কমাতে অনুরোধ করে কিন্তু তাতে কর্ণপাত করেনি জি এস টি কাউন্সিল। আর এর ফলে মনে করা হচ্ছে পরবর্তী তৈমাশিক মোবাইল বিক্রি ৮ থেকে ১৫ শতাংশ কমতে পারে।
[ আরো পড়ুন :- ভারতীয় সংস্কৃতির অঘোষিত এম্বাসেডর এখন ট্রাম্প ]
Finance Minister Nirmala Sitharaman: There will be one rationalized rate of GST (Goods and Services Tax) which is 12% for both hand-made and machine-made matchsticks. https://t.co/SPMjrZGxox
— ANI (@ANI) March 14, 2020