‘HMPV নতুন ভাইরাস নয়, আশ্বস্ত করলেন নাড্ডা !

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : ‘এইচএমপিভি নতুন ভাইরাস নয়, উদ্বেগের কারণ নেই’ এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

দেশে চারটি শিশুর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভির হদিস মিলেছে। বেঙ্গালুরুতে (Bengaluru) আট ও তিন মাসের দুই শিশু, আহমেদাবাদে (Ahmedabad) দুই মাসের এক শিশু এবং কলকাতায় ৬ মাসের এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি নিয়ে আমজনতা উদ্বিগ্ন।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

এমন পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। একটি ভিডিও বার্তায় নাড্ডা বলেছেন, ‘স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন এইচএমপিভি নতুন ভাইরাস নয়। এটি ২০০১ সালে প্রথম শনাক্ত করা হয়েছিল। বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। শীতকালে এবং বসন্তের শুরুতে এর বাড়বাড়ন্ত দেখা যায়।’

তিনি সাধারণ মানুষকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর সংযোজন, ‘স্বাস্থ্য মন্ত্রক, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) পরিস্থিতির উপর নজর রাখছে।’

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

এদিকে, চিকিৎসকরাও জানাচ্ছেন, এইচএমপিভিতে আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও এনিয়ে উদ্বেগের কিছু নেই। তাঁরা আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন