Holiday List 2025: নতুন বছরে ছুটির তালিকা। কোন মাসে, কবে ছুটি ? বছরের শুরুতে দেখে নিন

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- নতুন বছরের ছুটির তালিকা (Holiday List) প্রকাশিত। কোন মাসে কত তারিখে ছুটি তার হিসেব জেনে নিন বছরের শুরুতেই। সদ্য নতুন বছর শুরু হয়েছে। আর নতুন বছরের শুরুতে এই বছরের ছুটির তালিকার দিকে চোখ রাখা যাক। কোন মাসে আপনি কত তারিখে ছুটি পাবেন আজকের প্রতিবেদনই উল্লেখ রইল। তাই যদি আপনি ভ্যাকেশন প্ল্যান করতে চান, এই সরকারি ছুটির তালিকা ২০২৫ থেকে দেখে নিন।

Holiday List 2025

ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন বছর তথা ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ হয়েছে। এই তালিকায় যেমন আছে কেন্দ্রীয় সরকারি ছুটি (এনআই অ্যাক্ট অনুযায়ী), ঠিক তেমনই রয়েছে রাজ্যেরও সরকারি ছুটিও। এছাড়া, আলাদা করে ব্যাঙ্কের কিছু আলাদা ছুটি বরাবরের মতো তো থাকছে। তালিকা থেকে দেখা যাচ্ছে, চলতি বছর পুজোর ছুটি থাকছে মোট ২১ দিন! তবে বেশ কিছু সরকারি ছুটি সপ্তাহান্তে পড়ার কারনে ছুটি মিস হয়েছে।

আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা

২০২৫ সালের ছুটির তালিকা দেখে নিন

জানুয়ারি মাসের ছুটি

নববর্ষ: ১ জানুয়ারি (বুধবার), স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী ১২ জানুয়ারি (রবিবার), নেতাজি জয়ন্তী: ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) প্রজাতন্ত্র দিবস: ২৬ জানুয়ারি (রবিবার)

ফেব্রুয়ারি মাসের ছুটি

সরস্বতী পুজো: ২ ফেব্রুয়ারি (রবিবার) সরস্বতী পুজোর পরদিন: ৩ ফেব্রুয়ারি (সোমবার), সবেবরাত ও পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী: ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার), শিবরাত্রি: ২৬ ফেব্রুয়ারি (বুধবার)

মার্চ মাসের ছুটি

দোলযাত্রা: ১৪ মার্চ (শুক্রবার), ইদ-উল-ফিতর: ৩১ মার্চ (সোমবার), দোলযাত্রার পরদিন: ১৫ মার্চ (শনিবার), হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী: ২৭ মার্চ (বৃহস্পতিবার)

এপ্রিল মাসের ছুটি

রামনবমী: ৬ এপ্রিল (রবিবার) মহাবীর জয়ন্তী: ১০ এপ্রিল (বৃহস্পতিবার), বিআর অম্বেডকরের জন্মদিন: ১৪ এপ্রিল (সোমবার), বাংলা নববর্ষ: ১৫ এপ্রিল (মঙ্গলবার), গুড ফ্রাইডে: ১৮ এপ্রিল (শুক্রবার) ইদ-উল-ফিতরের পরদিন: ১ এপ্রিল (মঙ্গলবার)

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

মে মাসের ছুটি

মে ডে: ১ মে (বৃহস্পতিবার), রবীন্দ্রজয়ন্তী: ৯ মে (শুক্রবার), বুদ্ধপূর্ণিমা: ১২ মে (সোমবার)

 

জুন মাসের ছুটি

ইদুজ্জোহা: ৭ জুন (শনিবার), মহরম: ৬ জুলাই (রবিবার), ইদুজ্জোহার আগের দিন: ৬ জুন (শুক্রবার), রথযাত্রা: ২৭ জুন (শুক্রবার)

অগাষ্ট মাসের ছুটি

জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস: ১৫ অগস্ট (শুক্রবার) রাখিবন্ধন: ৯ অগস্ট (শনিবার)

সেপ্টেম্বর মাসের ছুটি

মহালয়া: ২১ সেপ্টেম্বর (রবিবার), দুর্গাপুজোর ছুটি: ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ফাতেহা-দোয়াজ়-দাহাম: ৫ সেপ্টেম্বর (শুক্রবার) দুর্গাপুজোর চতুর্থী: ২৬ সেপ্টেম্বর (শুক্রবার), দুর্গাপুজোর পঞ্চমী: ২৭ সেপ্টেম্বর (শনিবার)

অক্টোবর মাসের ছুটি

গান্ধী জয়ন্তী: ২ অক্টোবর (বৃহস্পতিবার), লক্ষ্মী পুজো: ৬ অক্টোবর (সোমবার), কালীপুজো: ২০ অক্টোবর (সোমবার), ভ্রাতৃদ্বিতীয়া: ২৩ অক্টোবর (বৃহস্পতিবার), ছটপুজো: ২৭ অক্টোবর (সোমবার) দুর্গাপুজোর একাদশী: ৩ অক্টোবর (শুক্রবার) দুর্গাপুজোর দ্বাদশী: ৪ অক্টোবর (শনিবার), লক্ষ্মীপুজোর পরের দিন: ৭ অক্টোবর (মঙ্গলবার), কালীপুজো পর (অতিরিক্ত ছুটি): ২১ অক্টোবর (মঙ্গলবার) এবং ২২ অক্টোবর (বুধবার) ভাতৃ দ্বিতীয়ার পরের দিন: ২৪ অক্টোবর (শুক্রবার), ছটপুজোর পরের দিন: ২৮ অক্টোবর (মঙ্গলবার)

 

নভেম্বর মাসের ছুটি

নানকজয়ন্তী: ৫ নভেম্বর (বুধবার)

ডিসেম্বর মাসের ছুটি

ক্রিসমাস: ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) এই উল্লেখিত দিনগুলি ছাড়াও সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি অন্যান্য দিন ছুটি থাকতে পারে।

আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন