Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রিপেড গ্রাহকদের জন্য দু’টি সস্তার প্ল্যান আনল রিলায়েন্স জিও। ভয়েস অনলি প্ল্যানে থাকবে না কোনও ইন্টারনেট ডেটার সুবিধা। তবে এই সমস্ত রিচার্জের মাধ্যমে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। সেই সঙ্গে থাকবে ফ্রি-তে এসএমএস পাঠানোর সুবিধা। অনেক গ্রাহকই আছেন, যাঁদের নিয়মিত ইন্টারনেট ডেটার প্রয়োজন হয় না। কিন্তু আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস-এর প্রয়োজন। এ রকম গ্রাহকদের মোবাইল রিচার্জের খরচ অনেকটা কমবে। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই দেশের সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দিয়েছিল, ডেটা ছাড়া কেবল ভয়েস এবং এসএমএস পরিষেবা দেওয়ার রিচার্জ প্ল্যান আনতে। তার পরই এই পদক্ষেপ করল জিও।
প্রিপেড গ্রাহকদের জন্য জিও এনেছে ৪৫৮ টাকার রিচার্জ প্ল্যান। এর ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে মিলবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। সেই সঙ্গে ১ হাজার ফ্রি এসএমএস। তবে এই রিচার্জ প্ল্যানে থাকবে না ডেটার সুবিধা। যদিও জিও টিভি, জিও ক্লাউড, জিও সিনেমা (নন-প্রিমিয়াম)-র সাবস্ক্রিপশন মিলবে এই প্ল্যানে।
ইন্টারনেট ডেটার সুবিধা ছাড়া জিও-র অন্য রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৩৬৫ দিন। এর খরচ ১ হাজার ৯৫৮ টাকা। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা মিলবে। সেই সঙ্গে এক বছরে ৩ হাজার ৬০০টি ফ্রি এসএমএস পাঠানো যাবে। এর রিচার্জে ডেটার সুবিধা না থাকলেও জিও টিভি, জিও সিনেমা (নন-প্রিমিয়াম), জিও ক্লাউড-এর সাবস্ক্রিপশনের সুবিধা মিলবে।
এর পাশাপাশি আরও একটি প্ল্যান আগেই এনেছিল রিলায়েন্স জিও। ১৮৯ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এতে মিলবে আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০ এসএমএস-এর সুবিধা। সেই সঙ্গে ২ জিবি ইন্টারনেট ডেটা। যাঁদের মোবাইল ডেটার অত প্রয়োজন হয় না, তাঁদের জন্যও এই প্ল্যানটি সুবিধাজনক।
আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল
আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?