Bangla News Dunia, Pallab : BSNL-এর চোখ রাঙানির মাঝেই কোটি কোটি গ্রাহককে এবার চমক দিল Jio। কেউ হয়তো ভাবতেও পারেননি যে বছরের শুরুতেই জিও-র তরফে এমন মেগা চমক মিলতে পারে। আসলে এবার জিও-র তরফে একদম সস্তার রিচার্জ প্ল্যান আনা হয়েছে। যেখানে গ্রাহকরা ভালো ডেটা এবং ভ্যালেডিটি পেয়ে যাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জিও-র নতুন প্ল্যান সম্পর্কে আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বড় চমক রিলায়েন্স জিও-র
আপনিও যদি জিও-র SIM ব্যবহার করে থাকেন এবং আরও বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে জিওর এই প্ল্যানগুলি আপনাকে অনেকটাই স্বস্তি দিতে চলেছে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জিওর এমন দুটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বলতে চলেছি যেখানে আপনি দীর্ঘ বৈধতা, বিনামূল্যে কলিং, নিয়মিত ডেটা এবং প্যাকে অতিরিক্ত ডেটা পাবেন। এইভাবে, আপনি ডেটা শেষ হওয়ার ঝামেলা থেকেও ঝাড়া হাত পা হতে পারবেন। থেকে মুক্ত থাকতে পারেন। জিওর তরফে নামমাত্র খরচে ৯০ দিনের ভ্যালেডিটি ও 20GB অবধি ডেটা থাকবে এমন প্ল্যান আনা হয়েছে।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
Jio- র ৮৯৯ টাকার প্ল্যান
আজ জিওর যে প্ল্যান সম্পর্কে বলা হচ্ছে সেটির মূল্য হল ৮৯৯ টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই রিচার্জ প্ল্যানটিতে কোম্পানি তার গ্রাহকদের ৯০ দিন অর্থাৎ পুরো ৩ মাসের টানা ভ্যালেডিটি অফার করছে। অর্থাৎ একবার রিচার্জ করলে টানা তিন মাস রিচার্জ করার ঝামেলাই থাকবে না। এই নতুন প্যাকটিতে আপনাকে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সাথে দৈনিক 2GB ডেটা দেওয়া হয়। এইভাবে আপনাকে ৯০ দিনের জন্য নিয়মিত 180GB ডেটা পাওয়া দেওয়া হবে। এই ডেটা প্যাকের পাশাপাশি কোম্পানি গ্রাহকদের এতে 20GB অতিরিক্ত ডেটা দেয়। এইভাবে প্ল্যানে আপনি মোট 200GB ডেটা পেয়ে যাবেন।
এছাড়াও এই রিচার্জ প্ল্যানে আপনাকে প্রতিদিন ১০০টি ফ্রি SMS পরিষেবাও দেওয়া হচ্ছে। অর্থাৎ ডেটা শেষ হয়ে যাওয়ার পরে, আপনি এসএমএসের মাধ্যমে আপনার লোকদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। আপনি যদি ওটিটি স্ট্রিমিং করেন তবে আপনি এর জন্য প্যাকে জিও সিনেমার বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন। এর পাশাপাশি, জিও টিভি এবং জিও ক্লাউডের বিনামূল্যে দেওয়া হবে।
Jio-র ৭৪৯ টাকার প্ল্যান
আপনি যদি জিও-র ৮৯৯ টাকার প্ল্যানটি ব্যয়বহুল মনে করেন তবে আপনি ৭৪৯ টাকার প্ল্যানটি দেখতে পারেন। দিকে যেতে পারেন। সস্তার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের অতিরিক্ত ডেটা সুবিধাও দেওয়া হয়। তবে অল্প কিছুদিন মেয়াদ পাবেন। কোম্পানি গ্রাহকদের ৭২ দিনের মেয়াদ দিচ্ছে। আপনি ৭২ দিন পর্যন্ত যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড বিনামূল্যে কলিং করতে পারেন। আপনি প্রতিদিন 2GB ডেটা পান, এইভাবে প্যাকটিতে মোট 144GB ডেটা দেওয়া হচ্ছে। এই ডেটা প্যাকের সাহায্যে আপনি 20GB অতিরিক্ত ডেটা পাবেন। এইভাবে, আপনি প্ল্যানে মোট 164GB হাই-স্পিড ডেটা পাবেন। এরইসঙ্গে প্রতিদিন ১০০টি ফ্রি SMS পরিসেবা এবং জিও সিনেমার বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হবে।
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025