Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একসপ্তাহ ধরে সিনেমার উৎসবে পড়ল পর্দা ৷ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ ডোনা গঙ্গোপাধ্যায়ের ‘দীক্ষামঞ্জরী’র নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হয় সিনে উৎসবের সমাপ্তি অনুষ্ঠান ৷ হাজির ছিলেন শান্তনু বসু, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, গৌতম ঘোষ, সোহম চক্রবর্তী, পাওলি দাম, ঋতাভরী চক্রবর্তী, নিকোলাস ফ্যাসিনো, রিকার্ডো কস্টা-সহ আরও অনেকে । চলতি বছর চলচ্চিত্র উৎসবে যে সকল ছবি প্রতিযোগিতায় ছিল তার মধ্যে সেরার সেরাদের নাম ঘোষণা করা হয় ৷ হাতে তুলে দেওয়া হয় ট্রফি, সার্টিফিকেট ও নগদ পুরস্কার ৷
একনজের দেখে নেওয়া যাক এই বছরের বিজয়ীদের তালিকা
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড
বেস্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি– ভবতোষের কারখানা (বাংলা) ৷ পরিচালক দীপাঞ্জন চৌধুরীর হাতে 3 লাখ টাকা নগদ পুরস্কার ও সার্টিফিকেটের সঙ্গে ট্রফি তুলে দেওয়া হয় ৷
বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম – গুলারকে ফুল (হিন্দি) ৷ পরিচালক অরণ মৈত্রের হাতে ট্রফি ও সার্টিফিকেটের পাশাপাশি তুলে দেওয়া হয় 5 লাখ টাকা নগদ পুরস্কার ৷
বেস্ট বেঙ্গলি প্যানোরমা ফিল্ম– ধ্রুবর আশ্চর্য জীবন (বাংলা) ৷ অভিজিৎ চৌধুরী পরিচালিত এই ছবি সার্টিফিকেট ও ট্রফির পাশাপাশি পায় 7.5 লাখ টাকা নগদ পুরস্কার ৷
হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড
সেরা পরিচালক (ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি) – আরিয়ান চন্দ্র প্রকাশ (সিনেমা-আজুর) ৷ ট্রফির সঙ্গে হাতে তুলে দেওয়া হয় 5 লাখ টাকা নগদ পুরস্কার ৷
সেরা সিনেমা (ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি)- লাচ্ছি (কন্নড়) ট্রফির পাশাপাশি মেলে 10 লাখ টাকা নগদ পুরস্কার ৷ পরিচালক ও প্রযোজকের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ৷
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড (ইন্টারন্যাশনাল কম্পিটিশন)
সেরা পরিচালক– আনা এন্ডেরা (বিলাভড ট্রপিক) ট্রফির পাশাপাশি নগদ 21 লাখ টাকা পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় পরিচালকের হাতে ৷
সেরা সিনেমা– তারিকা (বুলগেরিয়া) পরিচালক মিলকো লাজারোভ ও প্রযোজক ভেসেলকা কিরয়াকোভার হাতে তুলে দেওয়া হয় ট্রফি, 51 লাখ টাকা ও সার্টিফিকেট ৷
এছাড়াও স্পেশাল জুরি মেনশন (ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস)-এ সার্টিফিকেট পায় মেক্সিকোর সিনেমা ডেড’স ম্যান সুইচ ৷ FIPRESCI পুরস্কারের সার্টিফিকেট পায় ‘তারিকা’ ৷
স্পেশাল জুরি মেনশন (ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি)-এর সার্টিফিকেট দেওয়া হয় হিন্দি সিনেমা নুক্কড় নাটক ছবিকে ৷
নেটপ্যাক অ্যাওয়ার্ড বেস্ট ফিল্ম (এশিয়ান সিলেক্ট)- ‘পুতুলনামা’- পরিচালক রণজিত রায়
স্পেশাল জুরি মেনশন (ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম)- ‘মোজ্জাত’ (বাংলা)- অমৃত সরকার
স্পেশাল জুরি মেনশন (ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম)- ‘মেলভিলাসম’ (মালয়লম)- পরিপ্রসাদ কেএন
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024