KKR দলে নিতেই জ্বলে উঠলেন রাহানে, কলকাতাকে মোক্ষম জবাব দিলেন শ্রেয়স আইয়ারও

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ajinkya-rahane-vs-maharashtra

Bangla News Dunia , Rajib : এবারের আইপিএলে দ্বিতীয় সবথেকে দামি ক্রিকেটার হলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। এবার ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে কিনেছে পঞ্জাব কিংস। আর IPL এমন দর পাওয়ার দু’দিন পর বিধ্বংসী ব্যাটিং করে সবাইকে নিজের উপস্থিতি জানান দিলেন শ্রেয়স আইয়ার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৯ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আইয়ার। এই ট্রফিতেই প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে অপরাজিত ১৩০ করেছিলেন শ্রেয়স আইয়ার।

দুর্ধর্ষ পারফরমেন্স অজিঙ্কা রাহানের

গতকাল হায়দরাবাদে মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামে মুম্বই। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭১ করেছিল মহারাষ্ট্র। ১৭২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে মুম্বই অধিনায়ক শ্রেয়স আইয়ার ব্যাটে কামাল দেখান। ৩ টি ৬ ও চারটি ৪ এর সাহায্যে মাত্র ৩৯ বলে ৭১ রান করেন আইয়ার। এছাড়াও এবছর কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া অজিঙ্কা রাহানেও এদিন দুর্দান্ত পারফর্ম করেন। তিনটি ৪ ও তিনটি ছয়ের সাহায্য ৩৪ বলে ৫২ রানে বিধ্বংসী ইনিংস খেলেন অজিঙ্কা রাহানেও।

আরো পড়ুন :- বন্দে ভারত ট্রেন বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে এই রাজ্যে চালানোর জন্য

মাত্র দেড় কোটিতে KKR-এ রাহানে

এছাড়াও এই ম্যাচে KKR-র তরুণ ব্যাটার অংকৃষ রঘুবংশীও মুম্বইয়ের হয়ে খেলেছেন। তিনি বড় রান না করতে পারলেও ১৬১.৫৪-র স্ট্রাইক রেটে ১৩ বলে ২১ করেন। এবারের আইপিএল নিলামে মাত্র দেড় কোটিতেই অজিঙ্কা রাহানেকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিন ধরেই রাহানে জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না। তার কেরিয়ার শেষের মুখেও বলে দাবি করেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। আর এরই মধ্যে তিনি KKR-এ সুযোগ পেয়েছেন। এবার তার ভাগ্য নির্ধারণ করবে এ বছরের পারফর্মের উপর।

তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে অজিঙ্কা রাহানে বুঝিয়ে দিলেন যে, তিনি এখনও ফুরিয়ে যাননি। জাতীয় দলে ফেরার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাহানে। কিন্তু তার পারফরমেন্স নজর কাড়তে পারছে না। তবে এবার সুবর্ণ সুযোগ রয়েছে তার কাছে।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন