Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-চিন (India-China) দুই দেশের তরফেই ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া (সেনা প্রত্যাহারের কাজ) শুরু হয়েছে। ডেপসাং ও ডেমচকের মতো এলাকায় ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া শুরু করেছে দুই দেশই। সোমবারের মধ্যে ওই দুই এলাকা থেকে ভারত ও চিনের ৮০ থেকে ৯০ শতাংশ ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে মনে করা হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে সব ধরনের অবকাঠামোর অপসারণ এবং উভয় পক্ষের সৈন্য প্রত্যাহার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজ সম্পন্ন হবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ওই দুই ক্ষেত্রেই ভারত ও চিন ২০২০ সালের এপ্রিলের আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে সচেষ্ট। গালওয়ান ভ্যালি-সহ চারটি বাফার জোন নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। ডেমচক এবং ডেপসাং এলাকায় উভয় দেশের সৈন্যদের টহল শুরু হওয়ার পর পরিস্থিতি বুঝে অবশিষ্ট বাফার জোনে টহলদারি শুরু হতে পারে। তখন নতুন করে আলোচনার সম্ভাবনাও রয়েছে। তবে সেই আলোচনার জন্য এখনও কোনও তারিখ নির্ধারণ করা হয়নি।
দুই দেশের ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হলে ভারত ও চিন ফিজিক্যাল এবং এরিয়াল ভেরিফিকেশন করবে। বর্তমানে দুই দেশই পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে কাজ করছে। ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে কোন দিন কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে হটলাইনে কথা বলছেন স্থানীয় সামরিক কমান্ডাররা। দু’দেশের সামরিক কমান্ডারদের বৈঠকও হয় দিনে এক বা দুবার।
ভারত গত ২১ অক্টোবর ঘোষণা করে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দেওয়া নিয়ে চার বছরেরও বেশি সময় ধরে চলা সামরিক অচলাবস্থার অবসান ঘটাতে চিনের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে। ২৪ অক্টোবর দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, সমান ও পারস্পরিক নিরাপত্তার নীতির ভিত্তিতে ‘স্থল পরিস্থিতি’ উন্নত করতে দুই দেশ ঐকমত হয়েছে।
ভারত গত ২১ অক্টোবর ঘোষণা করে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দেওয়া নিয়ে চার বছরেরও বেশি সময় ধরে চলা সামরিক অচলাবস্থার অবসান ঘটাতে চিনের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে। ২৪ অক্টোবর দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, সমান ও পারস্পরিক নিরাপত্তার নীতির ভিত্তিতে ‘স্থল পরিস্থিতি’ উন্নত করতে দুই দেশ ঐকমত হয়েছে।
আরো পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে লাখ লাখ কর্মী নিয়োগ। গ্রুপ ডি পদে চাকরি। জেনে নিন আবেদন পদ্ধতি
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ, আবেদন চলবে নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত👇🏻https://t.co/n0FO4jM0yH
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু! না মানলে টাকা বন্ধ, জানুন বিস্তারিত👇🏻https://t.co/967ar8Uc8w
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
কৃষক বন্ধুদের ফসলের ক্ষতিপূরনের টাকা দিবে রাজ্য সরকার, কারা পাবেন দেখুন👇🏻https://t.co/iiwb8utoxg
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
এই ছোট শেয়ারটি 9300% বেড়েছে, 2 টাকা থেকে 190 টাকায় পৌঁছেছে ! আরেকটি কোম্পানি সৌদি ও দুবাইতে মেগা প্রকল্প পেয়েছেhttps://t.co/SWjPy9u98I
— The Global Press Bangla (@kaushik94544429) October 1, 2024
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি