Bangla News Dunia, দীনেশ :- বিনিয়োগকারীদের পকেট ভরাল Hamps Bio -এর শেয়ার। আজ কোম্পানিটির শেয়ার বাজারে পথ চলা শুরু করল। শুক্রবার 90 শতাংশ প্রিমিয়ামে ডেবিউ করল এই কোম্পানি। কোম্পানিটি আজ BSE SME প্ল্যাটফর্মে 96.9 টাকায় তালিকাভুক্ত হয়। সংস্থার আইপিও-র শেয়ারের দাম ছিল 51 টাকা। তালিকাভুক্তির আগে কোম্পানিটির শেয়ার গ্রে মার্কেটে 60 টাকার প্রিমিয়ামে ট্রেড করেছে।
উল্লেখ্য, গ্রে মার্কেটের প্রিমিয়াম পরিবর্তনশীল। মূলত কোম্পানিগুলি নিয়ে গ্রে মার্কেটে কেমন আগ্রহ রয়েছে, সেই হিসাবেই ওঠা নামা করে গ্রে মার্কেটের প্রিমিয়াম।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
জানা গিয়েছে, Hamps Bio -এর আইপিও-র সম্পূর্ণ অংশ ছিল নতুন ইস্যু। সংস্থার নতুন ইস্যুতে ছিল 21 লক্ষ শেয়ার। তবে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছিল। বিডিং পর্ব শেষ হওয়ার সময় প্রায় 1000 গুণ সাবস্ক্রিপশন পেয়েছিল কোম্পানিটির শেয়ার। উল্লেখ্য, পাবলিক অফার থেকে প্রাপ্ত আয় এই কোম্পানি FMCG বিভাগের জন্য প্ল্যান্ট এবং যন্ত্রপাতি ক্রয়ে ব্যবহার করবে। পাশাপাশি, ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর জন্য উদ্যোগ নেবে সংস্থাটি। এছাড়াও ওই অর্থের একাংশ কর্পোরেট কাজে ব্যবহার করবে এই সংস্থা।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
এই কোম্পানি মূলত ওষুধ এবং খাদ্যের পুষ্টির পরিপূরক হিসাবে ব্যবহৃত ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুল, ইনজেক্টবেল, তেল, জেল এবং পাউডার -সহ বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন পণ্যগুলির বিপণন এবং বন্টনের সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানিটির ওষুধের ব্যবসার ক্ষেত্রে নিজস্ব ব্র্যান্ডের নাম হ্যাম্পস রয়েছে। এছা়ড়াও হিমায়িত খাদ্যের বিভাগে ‘FzyEzy’ নামের ব্র্যান্ড রয়েছে।
2024 সালের অক্টোবরে এই কোম্পানির পণ্য বিক্রির জন্য 50 টিরও বেশি ডিস্ট্রিবিউটর ছিল। এছাড়াও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেও কোম্পানিটি নিজেদের পণ্য বিক্রি করে। কোম্পানির ওষুধের পণ্যগুলি আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে। এছাড়াও ফ্রিজ-ড্রায়েড অ্যান্ড ফ্রোজেন ফুড সেগমেন্টের পণ্যগুলি প্রাথমিকভাবে 6 টি দেশে পৌঁছেছে।
রেড হেরিং প্রসপেক্টাস ফাইলের তারিখ অনুসারে, কোম্পানিটি উভয় বিভাগে 180 টিরও বেশি বিভিন্ন রকমের পণ্য বিক্রি করেছে।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
প্রসঙ্গত, Hamps Bio IPO -এর সাবস্ক্রিপশন 13 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। তা চলে 17 ডিসেম্বর পর্যন্ত। 18 ডিসেম্বর কোম্পানির আইপিও-র শেয়ারের বরাদ্দ হয়েছে। সংস্থাটির আইপিও-র শেয়ারের প্রতিটির দাম ছিল 51 টাকা। ন্যূনতম 2000 শেয়ারের জন্য বিনিয়োগকারীদের বিড করতে হয়েছে। কোম্পানিটির শেয়ারের ফেসভ্যালু রয়েছে 10 টাকা।
আজ দুপুর 2:38 নাগাদ সংস্থাটির শেয়ারের দাম পৌঁছে যায় 101.74 টাকায়। অর্থাৎ আইপিও-র দামের তুলনায় প্রায় 99.49 শতাংশ রিটার্ন প্রদান করেছে কোম্পানিটির শেয়ার।