Bangla News Dunia , পল্লব : NDA শরিকদের ধরে রাখতে একেবারে মরিয়া বিজেপি। বলা ভালো তাদের মন মজিয়ে একাধিক বিল পাশ করাতে চাইছে বিজেপি। একাধিক গুরুত্বপূর্ণ বিল এই বছরেই আসতে পারে সংসদে। সেগুলি পাশ করানোর ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক সাংসদের সম্মতি দরকার। কার্যত সব শরিকদের ঠিকঠাক রাখতে একেবারে মরিয়া বিজেপি।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি গঠনের ক্ষেত্রেও দেখা গিয়েছে একাধিক কমিটিতে শরিকদের গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। জেডি(ইউ) কমিটির মাথায় বসার ক্ষেত্রে যাদের হাতে পর্যাপ্ত সংখ্যক এমপি নেই তাদেরও পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত কমিটির মাথায় রাখা হয়েছে।
অপর এনডিএ শরিক তেলেগু দেশম পার্টির এমএস রেড্ডিকে আবাসন ও আর্বান অ্যাফেয়ার্স কমিটির প্রধান হিসাবে রাখা হয়েছে। এনসিপির একমাত্র এমপি সুনীল তারকারেকেও পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাসের যে কমিটি করা হয়েছে তার প্রধান হিসাবে রাখা হয়েছে। #Short News