Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নিট ইউজি-র প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ৭ ফেব্রুয়ারি, শুক্রবার এই বছরের NEET UG-এর তারিখ ঘোষণা করা হয়। আগামী ৪ মে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাটি নেওয়া হবে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে পরীক্ষা। NTA-এর তরফে জানানো হয়েছে, পেন ও পেপার ফরম্যাটে পরীক্ষা হবে।
NEET UG 2025-এ আবেদন করার সুযোগ চালু হয়ে গিয়েছে। neet.nta.nic.in- এই ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। নিট ২০২৫-এ আবেদনের শেষ তারিখ ৭ মার্চ। আবেদন পত্রে কোনও ভুল থাকলে সেটি ঠিক করার সুযোগও থাকছে। ৯ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত আবেদনপত্রে ভুল সংশোধন করা যাবে। চলতি বছরের ১৪ জুন ফল বেরবে নিটের।
আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা
নিট ২০২৫-এর দিনক্ষণ:
পরীক্ষার দিন: ৪ মে
পরীক্ষার সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
পরীক্ষার ধরন: পেন ও পেপার ফরম্যাট
পরীক্ষার ফল: ১৪ জুন
ডাক্তারি পড়ার স্বপ্ন দেখা পড়ুয়াদের জন্য NEET-এর গুরুত্ব অপরিসীম।
আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত