OTP, গ্যাসের দাম, ব্যাংকের এই নিয়ম, ১ ডিসেম্বর থেকে পাল্টে যাবে

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- নভেম্বর মাস শেষ হতে চলেছে। বড় পরিবর্তন হতে চলেছে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকে। প্রতি মাসের মতো ডিসেম্বরের প্রথম তারিখেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ও ক্রেডিট কার্ডের নিয়ম-কানুন সহ অনেক পরিবর্তন হতে চলেছে।

এসব পরিবর্তনের প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের পকেটে। আর TRAI 1 ডিসেম্বর, 2025 থেকেই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে, যেখানে SBI এবং Axis Bank-এর ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন হতে চলেছে। এছাড়া ডিসেম্বরে গ্যাস সিলিন্ডারের দামেও পরিবর্তন হতে পারে।

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

1 ডিসেম্বর থেকে কী কী নিয়ম বদলে যাবে?

TRAI এর নতুন নিয়ম: OTP নিয়ন্ত্রণ করা হবে

স্প্যাম এসএমএস বার্তার হুমকি রোধ এবং ফিশিং আক্রমণ প্রতিরোধ করার জন্য একটি বড় পদক্ষেপ করছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই)। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও, সুনীল মিত্তালের ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (VI) এবং রাষ্ট্রীয় মালিকানাধীন BSNL সহ টেলিকম অপারেটরগুলিকে 1 ডিসেম্বর থেকে ট্রেসেবিলিটি নিয়মগুলি কার্যকর করতে বলা হয়েছে। তা সত্ত্বেও কোম্পানিগুলি নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে, ব্যবহারকারীরা কোনও ওটিপিই গ্রহণ করতে পারবেন না বা আরও দেরি হতে পারে।

আরো পড়ুন :- ভিক্ষুকের আবার অ্যাসিস্ট্যান্ট! এই কাহিনী পড়লে আপনি খিলখিলিয়ে হাসবেন…

গ্যাস সিলিন্ডারের দাম : গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন

তেল বিপণন সংস্থাগুলি (OMCs) প্রতি মাসের 1 তারিখে LPG সিলিন্ডারের দাম পরিবর্তন করে৷ অক্টোবরে, গ্যাস কোম্পানিগুলি 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 48 টাকা বাড়ানো হয়েছিলি, যেখানে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এবার ডিসেম্বরে দাম বাড়বে কিনা, সেটাই দেখার।

ক্রেডিট কার্ডের নিয়ম: ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন

1 ডিসেম্বর থেকে, Yes Bank ফ্লাইট এবং হোটেলের জন্য রিডিম করা যাবে, এমন রিওয়ার্ড পয়েন্টের সংখ্যা সীমিত করা হবে। HDFC ব্যাঙ্ক তার রেগালিয়া ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য লাউঞ্জ অ্যাক্সেসের নিয়মও পরিবর্তন করছে।

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

নতুন নিয়ম অনুযায়ী, 1 ডিসেম্বর থেকে লাউঞ্জ অ্যাক্সেস পেতে ব্যবহারকারীদের প্রতি ত্রৈমাসিকে 1 লাখ টাকা খরচ করতে হবে। একইভাবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অ্যাক্সিস ব্যাঙ্কও তাদের ব্যক্তিগত গ্রাহকদের জন্য রিওয়ার্ড পয়েন্টের নিয়ম এবং ক্রেডিট কার্ডের চার্জ সংশোধন করেছে।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন