Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাকরি থেকে অবসরের পর পেনশন (Pension) হয়ে ওঠে প্রধান ভরসা। দৈনন্দিন জীবন যাপন করার ক্ষেত্রে পেনশন খুব গুরুত্বপুর্ণ ভূমিকা গ্রহণ করে। কাজ থাকে অবসরের পর সরকার তাঁর কর্মীদের অ্যাকাউন্টে পাঠায় পেনশনের অর্থ। তবে এবার কর্মীদের ন্যূনতম পেনশন নিয়ে বড় ঘোষণা সামনে এল। যা আপনাদের সবার জানা দরকার।
Increment Of Minimum Monthly Pension
দেশের সরকার কর্মীদের জন্য মাঝেমধ্যেই নানা ধরনের নিয়ম নীতি চালু করে থাকে। আর তার মধ্যে বহু নিয়ম সরকারি কর্মীদের উপকারের জন্য। এখন ন্যূনতম পেনশন নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে চলেছে। যার জন্য খুব স্বাভাবিকভাবেই উপকৃত হবেন লাখ লাখ সরকারি কর্মী। বর্তমানে অবসর প্রাপ্ত বেশিরভাগ কর্মীর প্রধান ভরসা পেনশন। সেই পেনশনের টাকা দিয়ে সংসার চলে অনেকের। এবার পেনশনের টাকা বাড়ানোর দাবি তুলেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। সেক্ষেত্রে দাবি জানানো হয়েছে, ইপিএফও (EPFO) তথা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশন প্রকল্পের অধীন নূন্যতম মাসিক পেনশন বৃদ্ধির (Pension Increment). আর এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা।
যা দেখা যায়, দেশের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা সহ নানান ধরনের সুবিধা পেয়ে থাকেন। তবে সরকারি কর্মীরা এসব সুবিধা পেলেও বেসরকারি খাতে কর্মরতরা সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন। তবে এবার ইপিএফও-র পেনশন প্রকল্পের অধীনে নূন্যতম মাসিক পেনশন বৃদ্ধির দাবি জানানো হয়েছে। অতএব যদি পেনশন বাড়ে তাহলে বেসরকারি খাতে কর্মরত কর্মীদের সুবিধা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা। এক ক্লিকে PDF Download করে নিন
আসলে দীর্ঘদিন ধরেই কর্মীদের তরফ থেকে যে দাবি তোলা হচ্ছিল তা পেনশনের টাকা বৃদ্ধি সংক্রান্ত। সেক্ষেত্রে ১০০০ টাকা বাড়িয়ে ৯০০০ টাকা করার দাবি তোলা হচ্ছিল। এবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির তরফ থেকে পেনশন প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধির দাবি জোরালো হলো। আর এক্ষেত্রে নূন্যতম মাসিক পেনশন সোজা ৯০০০ টাকা করার দাবি হয়েছে। এদিন সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে একটি বৈঠক হয়েছে তাঁদের। সেখানে যে দাবি স্পষ্ট, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো সংশোধিত করার জন্য অষ্টম বেতন কমিশন গঠিত হোক।
কতটা পেনশন বাড়ছে কর্মীদের?
এই পেনশন বৃদ্ধি প্রসঙ্গে কি জানা যাচ্ছে? সম্প্রতি আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পবন কুমার বলেছেন, প্রাথমিকভাবে প্রভিডেন্ট ফান্ডের অধীন নূন্যতম পেনশন বৃদ্ধি করা হোক। পরবর্তী কালে তার সঙ্গে যুক্ত করা হোক পরিবর্তনশীল মহার্ঘ ভাতা। আর অন্যদিকে বৈঠক শেষ হওয়ার পর এই প্রসঙ্গে সিটুর সাধারণ সম্পাদক তপন সেন জানিয়েছেন, ‘অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলেছি, প্রত্যেক বছর আমরা আপনার সঙ্গে বৈঠক করি। তবে আপনি কোনও দাবি মানেন না।’ তাঁর বক্তব্য, আমরা সৌজন্যের খাতিরেই বৈঠকে আসি’।
খুব স্বাভাবিকভাবেই দেশের বর্তমান মূল্যবৃদ্ধির ফলে চিন্তায় সাধারণ মানুষ থেকে সরকারি কর্মী সবাই। যেভাবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমাগত দাম বাড়ছে নিত্যনৈমিত্তিক সামগ্রীর, তার জেরে চাপ বাড়ছে মধ্যবিত্তের। এখানে দাবি করা হচ্ছে, এর ফলে বেসরকারি খাতে কর্মরতদের অবস্থা দিন দিন আরও করুণ হয়ে যাচ্ছে। সেদিকে নজর রেখে কেন্দ্রীয় বাজেটে যাতে এবার পেনশনের টাকা বৃদ্ধি করা যায় সেটা উল্লেখ করা হয়েছে। এখন দেখা যাক, সরকারের তরফ থেকে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়।
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025