PM Awas Yojana : আবাস যোজনার টাকা কবে ঢুকবে? আবাস যোজনা ঘরের লিস্ট 2024 দেখে নিন

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর জন্য সূচনা করেছেন বেশ কিছু প্রকল্পের। যার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana). দরিদ্র মানুষদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এই প্রকল্পটি শুরু করে চারিদিকে সাড়া ফেলে দিয়েছেন। সম্প্রতি পিএম আবাস যোজনার (PM Awas Yojana).সুবিধা ভোগীদের জন্য দারুন একটি খবর শোনা যাচ্ছে। সরকারের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী ভারতের গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষের জন্য আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেবেন। আবাস যোজনার ‌ টাকা মিলবে চলতি মাসের এই তারিখে। সম্প্রতি গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আমজনতার জন্য এই ঘোষণা করেছে।

 

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর।প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

 

পিএম আবাস যোজনার (PM Awas Yojana). আওতায় থাকা ২৬ লক্ষ সুবিধাভোগীর জন্য এটি একটি দারুন খবর। জানা যাচ্ছে, ‘গৃহপ্রবেশ’ অনুষ্ঠানের মাধ্যমে  জামশেদপুর রাজ্যের মানুষ দের এই কিস্তির টাকা দেওয়া হবে। এই প্রসঙ্গে গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিস্তারিত ঘোষণা করেছেন।

রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছিল যেখানে শিবরাজ চৌহান বলেছেন, পিএম আবাস যোজনা-এর সুবিধাভোগীদের জন্য 2,745 কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কিন্তু এখানেই শেষ নয়, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদি আবাস যোজনার সুবিধাভোগীদের সঙ্গে কথাও বলতে পারেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কিছু নিয়মে বদল আনা হয়েছে। যেমন- মোটরচালিত টু-হুইলার বা ফিশিং বোট, এছাড়া রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোন মালিকানা থাকা সংক্রান্ত নিয়মগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে সরকারের নতুন সিদ্ধান্তে। এর পাশাপাশি, কোনো পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগের মতো ১০ হাজার থেকে বাড়িয়ে আয়ের সীমা করা হয়েছে ১৫ হাজার টাকা। শুধু তাই নয়, জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ড এই নতুন নিয়মে আগের চাইতে সরল করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, শিবরাজ চৌহান জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল সরকারের। যার মধ্যে প্রায় অধিকাংশ বাড়ি অনুমোদিত হয়েছে, 2.65 কোটি ঘর তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যের এই ইভেন্টে সংশ্লিষ্ট রাজ্যে বসবাসকারী 10 লক্ষ সুবিধাভোগী তাঁদের প্রথম কিস্তির টাকা পাবেন। বিবৃতিতে বলা হয়েছে, 2024-25 আর্থিক বছরের সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে।

 

যদি আপনি রাজ্য অনুযায়ী প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা তালিকা ২০২৪ পরীক্ষা করতে চান, তাহলে নিচে দেওয়া ওয়েবসাইট যেতে পারেন

https://pmawasgraminlist.com/

 

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

https://twitter.com/daily_khabor/status/1837382156437307788

https://twitter.com/daily_khabor/status/1836400093026750966

https://twitter.com/peek_medio/status/1817955383027040711?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1817955383027040711%7Ctwgr%5Ec6b122ddb2278d7015c6e8915617a75af7c09f1f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2Fpeek_medio%2Fstatus%2F1817955383027040711

https://twitter.com/daily_khabor/status/1837020927516914097

https://twitter.com/peek_medio/status/1828648183871734122?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1828648183871734122%7Ctwgr%5E62cb933d1ac7a06bd967cc510c26d037aeefdb78%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2Fpeek_medio%2Fstatus%2F1828648183871734122

https://twitter.com/peek_medio/status/1813659853090599287?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1813659853090599287%7Ctwgr%5E6e44cc31f999ba0ba9ab3c4548ee080c9dffb905%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2Fpeek_medio%2Fstatus%2F1813659853090599287

মন্তব্য করুন