কবিতার আলাপে “প্রলাপ”

By Bangla news dunia Desk

Published on:

rajesh

Bangla News Dunia , তিলোত্তমা মুখোপাধ্যায় :- অতি সম্প্রতি “বই টার্মিনাস” পাবলিকেশন থেকে প্রকাশ পেয়েছে তরুণ কবি রাজেশ চট্টোপাধ্যায়ের সপ্তম কাব্যগ্রন্থ “প্রলাপ”। এই এক ফর্মার কাব্যগ্রন্থটিতে জায়গা করে নিয়েছে মোট বারোটি কবিতা। কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট কবি এবং সাহিত্যিক বিনায়ক বন্দোপাধ্যায় মহাশয়’কে।

 

এছাড়াও এই “প্রলাপ” কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত পাঁচটি কবিতা নিয়ে একটি কবিতা-কোলাজের অনবদ্য অডিও ভার্সনও বর্তমান সময়ে সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন জনপ্রিয় মিউজিক প্লাটফর্মে মুক্তি পেয়েছে কোয়েস্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে। উক্ত অডিও ভার্সনটিতে কণ্ঠ প্রদান করেছেন বিশিষ্ট বাচিকশিল্পী তথা কবি নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। আবহসঙ্গীত এবং ধ্বনি-মিশ্রণ করেছেন শিল্পী সৌরভ মিত্র। এছাড়াও সৃজন এবং রূপায়ণ ডিপার্টমেন্টটি সযত্নে সাজিয়েছেন, শিল্পী স্বাগত গঙ্গোপাধ্যায়। আধুনিক কবিতা প্রেমী মানুষেরা স্বভাবতই এর ফলে ভীষণ খুশি !

Bangla news dunia Desk

মন্তব্য করুন