‘প্রিয়াংকা গান্ধির গালের মতো….’ ফের বিতর্কিত মন্তব্য দিল্লির বিজেপি প্রার্থীর, ফুঁসে উঠল কংগ্রেস

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : প্রিয়াংকা গান্ধির (Priyanka Gandhi) গালের মতো মসৃন রাস্তা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রমেশ বিধুরি (Ramesh Bidhuri)। রমেশ বিধুরি বিধানসভা নির্বাচনে দিল্লির কালকাজি এলাকা থেকে মুখ্যমন্ত্রী অতিশী ও কংগ্রেস প্রার্থী অলকা লাম্বার বিরুদ্ধে লড়াই করছেন। রবিবার তিনি বলেন, ‘আমি নির্বাচনে জিতে এলে প্রিয়াংকা গান্ধির গালের মতো মসৃন রাস্তা বানাব।’

রমেশ বিধুরির এই মন্তব্যে স্বাভাবিক ভাবেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেস প্রত্যাশিতভাবেই বিধুরিকে কঠোর আক্রমণ করে প্রিয়াংকা গান্ধির কাছে ক্ষমা প্রার্থনা দাবি করেছে। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত এই মন্তব্যের সূত্র ধরে বিজেপিকে ֹ‘মহিলা বিরোধী’ দল বলে আক্রমণ করেছেন। সুপ্রিয়া বলেন, ‘এটাই বিজেপির আসল মুখ। শুধু রমেশ বিধুরি নন, এই মন্তব্যের জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের হাত জোর করে প্রিয়াংকা গান্ধির কাছে ক্ষমা চাওয়া উচিত।’ রমেশ বিধুরির মন্তব্যের সমালোচনা করেছে আম আদমি পার্টি নেতৃত্বও। দলের রাজ্য সভার সাংসদ সঞ্জয় সিং এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘এই হল বিজেপির প্রার্থী, তাঁর মুখের ভাষা শুনুন, এই হল বিজেপির মহিলাদের প্রতি সম্মান, এই নেতাদের হাতে দিল্লির মহিলারা কতটা নিরাপদ?’

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

যদিও নিজের মন্তব্যের সমর্থনে বিজেপি সাংসদ তথা হেমা মালিনীর (Hema Malini) প্রতি লালু প্রসাদ যাদবের করা একটি মন্তব্যকে হাতিয়ার করেছেন রমেশ বিধুরি। তিনি বলেন, ‘লালু প্রসাদ যাদব বিহারের রাস্তা হেমা মালিনীর গালের মতো মসৃন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কংগ্রেস যদি আজ এতটা ব্যাথিত হয়ে থাকে তাহেল তাঁরা হেমাজির প্রতি লালু যাদবের করা মন্তব্যের সময় কী করছিল? যদি লালু যাদবের মন্তব্য ভুল হয় তাহলে তিনিও ভুল।’ কংগ্রেস যেভাবে তাঁর মন্তব্যকে ‘যৌন বিদ্বেষমূলক’ বলেছে সেই প্রসঙ্গে রমেশ বিধুরির যুক্তি, ‘হেমা মালিনী কি মহিলা নন? তিনি একজন অভিনেত্রী যিনি প্রিয়াংকা গান্ধির থেকে অনেক এগিয়ে।’

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

উল্লেখ্য এটাই প্রথম নয়, এর আগেও ২০২৩ সালে রমেশ বিধুরি বিএসপি সাংসদ দানিশ আলির বিরুদ্ধে লোকসভায় দাঁড়িয়ে সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন। যা রিতীমতো ক্যামেরাতে রেকর্ড হয়। এর তুমুল সমালোচনা করেছিল বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাঁকে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন