Bangla News Dunia, দীনেশ : দেশের দরিদ্র সাধারণ মানুষের কাছে রেশন দ্রব্য (Ration Item) যে কতটা জরুরী তা আলাদা করে বলার নয়। বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে প্রত্যেকটি জিনিসের দাম যে হারে বাড়ছে সেখানে রোজকার জরুরি জিনিসপত্র কেনার আগে পকেটে রীতিমত চাপ পড়ছে আমজনতার। সেক্ষেত্রে ভরসা রেশন সামগ্রী। এরই মধ্যে জানুয়ারি মাসে দারুন খবর সবার জন্য। কারণ এই মাসে ঘোষণা হল ডবল রেশন দেবে সরকার।
Ration Item List In January
জনসাধারণের সুবিধার্থে বিনামূল্যে রেশন শুরু করেছে সরকার। করোনা পরিস্থিতির সময় থেকে ফ্রিতে রেশন দেওয়া শুরু হয়েছে। তবে বাংলায় বিভিন্ন রেশন কার্ড উপভোক্তারা ভিন্ন ভিন্ন ধরনের রেশম দ্রব্য পেয়ে থাকেন। প্রত্যেক মাসে রেশন দোকানে গিয়ে সেই দ্রব্য সংগ্রহ করে আনেন তারা। তবে মাঝেমধ্যে সরকার আলাদাভাবে ঘোষণা করে যে কোন মাসে অতিরিক্ত রেশন দেওয়া হতে পারে। আর এবার চলতি জানুয়ারি মাসে সাধারণের চেয়ে অতিরিক্ত রেশন দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এর মধ্যে কিছু জিনিস বিনামূল্যে দেওয়া হবে, আবার কিছু জিনিস দেওয়া হবে খুব কম দামে। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারী হন, তাহলে অবশ্যই উপকৃত হবেন।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
জানুয়ারি মাসে কী কী রেশন দ্রব্য পাবেন?
ইতিমধ্যেই রাজ্য সরকার জানুয়ারি মাসে রেশন দ্রব্যের তালিকা (Ration Item List) প্রকাশ করেছে। আর সে তালিকা থেকে দেখা যাচ্ছে সবমিলিয়ে মোট ৯টি বিভিন্ন ধরণের জিনিসপত্র বিতরণ করা হবে জনতাকে। এই অতিরিক্ত রেশন সাধারণ মানুষকে সাহায্য করবে। এতে অন্তর্ভুক্ত থাকবে চাল, আটা এবং চিনির মতো প্রয়োজনীয় জিনিসপত্র। RKSY-1 এবং RKSY-2 কার্ডধারীরা পাবেন- RKSY-1 কার্ড উপভোক্তাদের প্রতি ব্যক্তি ৫ কেজি চাল পাবেন। RKSY-2 কার্ড উপভোক্তাদের প্রতি ব্যক্তি ২ কেজি চাল পাবেন।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
AAY বা অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীরা তুলনামূলকভাবে সমাজে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ। জানুয়ারি মাসে তারা পাবেন- ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা, ১ কেজি চিনি এছাড়া বিশেষ এলাকার জন্য অতিরিক্ত বরাদ্দ থাকবে। যারা বন, পাহাড়ি অঞ্চল এবং চা বাগান-এর শ্রমিক, তাঁরাও বিশেষ রেশন সামগ্রী পাবেন।
RKSY-1, RKSY-2 ও অন্ত্যোদয় অন্ন যোজনা ছাড়াও উল্লেখ করতে হয় বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এবং অগ্রাধিকার পরিবার (PHH) SPH এবং PHH কার্ডধারীদের কথা। এই ব্যক্তিরা পাবেন ৩ কেজি চাল, প্রতি ব্যক্তি ১.৯ কেজি করে আটা। সরকারের নয়া উদ্যোগে উপকৃত হবেন সকলেই। তাই আপনি কোন কার্ডের উপভোক্তা আর আপনি জানুয়ারি মাসে কতটা পরিমাণ রেশন পাবেন তা আজকের তালিকা থেকে জেনে নিতে পারবেন। জানুয়ারি মাসের অতিরিক্ত রেশন সামগ্রী প্রচুর মানুষকে উপকার দেবে। বহু দরিদ্র সাধারণ মানুষ এর দ্বারা উপকৃত হবেন। নতুন বছরের শুরু -তে সরকারের নতুন এই সিদ্ধান্ত সকলের মুখেই হাসি ফোটাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025