Reliance Jio: রিলায়েন্স জিও আনল নতুন বছরের সেরা পাঁচ দুর্ধর্ষ প্ল্যান ! সস্তায় চলবে গোটা মাস, আর চিন্তা নেই

By Bangla News Dunia Dinesh

Published on:

Jio-

 

Bangla News Dunia, দীনেশ : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) এনেছে দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) এই বছরের জুলাই মাসে প্রত্যেকটি টেলিকম সংস্থা রিচার্জ প্ল্যানগুলোর দাম দ্বিগুণ করে দিয়েছে। আর যার ফলে কার্যত ভুক্তভোগী সাধারণ মানুষ। এই চড়া দামে মোবাইল রিচার্জ করতে গিয়ে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। তবে নতুন বছরের শুরুর আগে বলা যায়, কামাল করলো জিও। সেরা পাঁচটি রিচার্জ প্ল্যান এনেছে মুকেশ আম্বানির সংস্থা। এরপর আপনারা মোবাইল রিচার্জ নিয়ে চিন্তা করতেই হবে না।

Reliance Jio Top 5 Recharge Plan

১) Reliance Jio-র ৩৪৯ টাকার প্ল্যান

Reliance Jio ৩৪৯ টাকার এই প্ল্যানটি উপলব্ধ হয় মোট ২৮ দিনের ভ্যালিডিটি নিয়ে। এই প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড 5G ডেটার সুবিধা। এছাড়া প্রতিদিন পাবেন ২ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ। এর পাশাপাশি, আনলিমিটেড কলিং থেকে শুরু করে দৈনিক ১০০ টি ফ্রি SMS পাবেন গ্রাহক। এই রিচার্জ থেকে পাচ্ছেন JioCinema, JioTV ও JioCloud-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

২) জিওর ৮৯৯ টাকার প্ল্যান

Reliance Jio ৮৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ GB করে ডেটা পাবেন। এছাড়াও মিলবে ২০ GB এক্সট্রা ডেটাও। প্ল্যানটি বৈধ হয় ৯০ দিনের ভ্যালিডিটির সাথে। প্ল্যানটিতে আপনি পাচ্ছেন আনলিমিটেড কলিং থেকে শুরু করে রোজ ১০০ টি ফ্রি SMS, পাশাপাশি পাচ্ছেন JioCinema, JioTV ও JioCloud সাবস্ক্রিপশন সুবিধাও।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

৩) জিওর 999 টাকার প্ল্যান

Reliance Jio ৯৯৯ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি হল ৯৮ দিনের। এই প্ল্যানে ব্যবহারকারীরা পাচ্ছেন দৈনিক ২ জিবি করে ডেটা। প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা পাচ্ছেন সঙ্গে দৈনিক ১০০ টি ফ্রি SMS। গ্রাহকরা পেয়ে যাবেন JioCinema, JioTV এবং JioCloud-এ বিনামূল্যে অ্যাক্সেস।

৪) জিওর 2,025 টাকার রিচার্জ প্ল্যান

Reliance Jio-র ২,০২৫ টাকার এই প্ল্যানের মোট বৈধতা হল 200 দিনের। যেখানে ব্যবহারকারীরা পাচ্ছেন প্রতিদিন 2.5 GB করে ডেটা। পাশাপাশি এই প্ল্যানে আপনি পাবেন একাধিক সুবিধা। গ্রাহক পাচ্ছেন আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি এসএমএস একেবারে ফ্রি। এই প্ল্যানে OTT সাবস্ক্রিপশনের সুবিধা মিলবে। যেখানে একজন ব্যবহারকারী পাচ্ছেন JioCinema থেকে শুরু করে JioTV এবং JioCloud-এর সাবস্ক্রিপশন।

 

৫) জিওর 3,599 টাকার রিচার্জ প্ল্যান

Reliance Jio-র ৩৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মাধ্যমে একজন গ্রাহকেরা বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবেন। প্ল্যানটি 365 দিনের ভ্যালিডিটি নিয়ে উপলব্ধ হয়। যেখানে প্রতিদিন পাচ্ছেন 2.5GB ডেটা। এই রিচার্জ প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। দৈনিক 100 টি ফ্রি SMS পাচ্ছেন। আর JioCinema, JioTV এবং JioCloud-এর সাবস্ক্রিপশনও মিলছে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন