Bangla News Dunia, দীনেশ :- টানা পতনে চাপ বেড়েছে বিনিয়োগকারীদের উপর। তবে এমন ধস নামায় তৈরি হয়েছে নতুন করে বিনিয়োগের সুযোগও। বেশ কিছু সেক্টরের মূল্যায়ন হ্রাস পাওয়ায় নতুন করে লগ্নি করার সুযোগ এসেছে বলে জানিয়েছেন বিশ্লেষকদের একাংশ। এমনই একটি সেক্টর হল শিপিং, বন্দর সংলগ্ন ব্যবসা এবং জাহাজ নির্মাণের সেক্টর। এই সেক্টরের কয়েকটি স্টক কেনার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, তাঁরা কয়েকটি স্টক হোল্ডেরও পরামর্শ দিয়েছেন। নিম্নে তা উল্লেখ করা হল।
গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি
এই কোম্পানির শেয়ারে রয়েছে বিনিয়োগের সুযোগ। সংস্থাটির শেয়ারে Strong Buy রেটিং দিয়েছেন দু’জন বিশেষজ্ঞ। তাঁদের মতে, কোম্পানিটির শেয়ারের দাম 51.6 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার বাজার বন্ধের সময় Great Eastern Shipping Company Ltd -এর স্টকের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 3.06 শতাংশ কমে হয়েছে 993.30 টাকা। সংস্থাটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 14181 কোটি টাকা। গত তিন বছরে এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় 269.88 শতাংশ। পাঁচ বছরের হিসাবে মিলেছে প্রায় 235.23 শতাংশ রিটার্ন।
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা
গুজরাট পিপাভাভ পোর্ট
Gujarat Pipavav Port -এর শেয়ারে হোল্ড রেটিং দিয়েছেন 11 জন বিশেষজ্ঞ। কোম্পানিটির শেয়ারের দাম 31.4 শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বাজার বন্ধের সময় এই কোম্পানির শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 3.63 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 184.34 টাকা। কোম্পানিটির বাজারগত মূল্য রয়েছে 8912 কোটি টাকা। এক বছরে শেয়ারে মিলেছে প্রায় 30.88 শতাংশ রিটার্ন। তিন এবং পাঁচ বছরের নিরিখে স্টকটিতে রিটার্নের পরিমাণ ছিল যথাক্রমে 92.02 এবং 118.28 শতাংশ।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
জেএসডাব্লু ইনফ্রাস্ট্রাকচার
JSW Infrastructure -এর স্টকে বাই রেটিং দিয়েছেন 11 জন বিশেষজ্ঞ। শেয়ারের দাম 27.4 শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে কোম্পানিটির স্টকের মূল্য NSE -তে প্রায় 1.57 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 308.70 টাকা। কোম্পানিটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 64827 কোটি টাকা। বারো মাসের হিসাবে এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় 46.41 শতাংশ।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস
সংস্থাটির শেয়ারে রাখা হয়েছে হোল্ড রেটিং। তিন জন বিশেষজ্ঞ এই কোম্পানির শেয়ারে এমন রেটিং দিয়েছেন। শেয়ারের দাম 5 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গতকাল বাজার বন্ধের সময় Garden Reach Shipbuilders & Engineers -এর শেয়ারের মূল্য NSE -তে প্রায় 4.99 শতাংশ নিম্নগামী হয়ে ছিল 1572.20 টাকা। সংস্থাটির মার্কেট ক্যাপ রয়েছে 18010 কোটি টাকা। এক বছরের হিসাবে এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় 94.92 শতাংশ। তিন এবং পাঁচ বছরের নিরিখে কোম্পানির স্টকের দাম বৃদ্ধির হার ছিল যথাক্রমে 649.38 এবং 687.28 শতাংশ।
(এই প্রতিবেদনে বিশেষজ্ঞদের পরামর্শ, মতামত এবং সুপারিশ তাঁদের ব্যক্তিগত )