Bangla News Dunia, Pallab : টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (TIFR) হল ভারতের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম। এটি 1945 সালে হোমি জাহাঙ্গীর ভাবা প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি ভারতের বিভিন্ন মৌলিক গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি মুম্বাইয়ে অবস্থিত এবং এটি ভারতের পরমাণু শক্তি বিভাগের (Department of Atomic Energy) অধীনস্থ। বর্তমানে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ বিভিন্ন কাজকর্ম পরিচালনায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মূলত ট্রেডসম্যান ট্রেইনির একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
রাজ্যের সকল চাকরিপ্রার্থী নারী-পুরুষ নির্বিশেষে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। রাজ্যের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক, সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে এই নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- শূন্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন প্রক্রিয়া কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত আলোচনা করা হলো। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদনের পূর্বে প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন
পদের নাম (TATA TIFR):
টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত শূন্য পদ গুলি রয়েছে যথা-
- টার্নার পদ।
- মেকানিস্ট পদ।
- কার্পেন্টার পদ।
- ওয়েল্ডার (G&E) পদ।
- ইলেকট্রিশিয়ান পদ।
- ফিটার পদ।
- প্রিন্টার পদ।
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ২৮ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
মাসিক ভাতা:
চাকরি প্রার্থীদের বাছাইয়ের পর বেসিক পে অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৮,৫০০ টাকা। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
শূন্য পদের সংখ্যা:
টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ০৮ টি। এর মধ্যে টার্নার পদে শূন্য পদের সংখ্যা ০১ টি, মেকানিস্ট পদে শূন্য পদের সংখ্যা ০১ টি, কার্পেন্টার পদে শূন্য পদের সংখ্যা ০১ টি, ওয়েল্ডার (G&E) পদে শূন্য পদের সংখ্যা ০১ টি, ইলেকট্রিশিয়ান পদে মোট শূন্য পদের সংখ্যা ০২ টি, ফিটার পদের সংখ্যা রয়েছে ০১ টি।
বিষয় | বিস্তারিত তথ্য |
---|---|
পদের নাম | টার্নার, মেকানিস্ট, কার্পেন্টার, ওয়েল্ডার (G&E), ইলেকট্রিশিয়ান, ফিটার, প্রিন্টার |
শূন্য পদের সংখ্যা | মোট ৮ টি (টার্নার: ১, মেকানিস্ট: ১, কার্পেন্টার: ১, ওয়েল্ডার: ১, ইলেকট্রিশিয়ান: ২, ফিটার: ১) |
বয়সসীমা | সর্বোচ্চ ২৮ বছর (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় প্রযোজ্য) |
শিক্ষাগত যোগ্যতা | সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI বা ডিপ্লোমা কোর্স সম্পন্ন |
মাসিক বেতন | ১৮,৫০০ টাকা (সাথে অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা) |
আবেদন পদ্ধতি | অনলাইনে (অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এবং আবেদন ফরম পূরণ করতে হবে) |
নিয়োগ প্রক্রিয়া | সরাসরি ইন্টারভিউ |
ইন্টারভিউয়ের তারিখ | ০৮ জানুয়ারী, ২০২৫ (বুধবার) সকাল ৯:০০ ঘটিকা |
আবেদন যোগ্যতা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পদে ITI অথবা ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন। নিম্নে অফিশিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে।
আবেদন পদ্ধতি:
অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (TIFR) অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরিপ্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো প্রদান করতে হবে। আবেদন ফরমটি পূরণ হওয়ার পর ফাইনাল সাবমিট অপশন ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আরো পড়ুন :- Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !