WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য চলে এসেছে নতুন একটি চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ কো অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC) এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তারা ছয়টি কো অপারেটিভ সার্ভিস কমিশন ব্যাংকে কর্মী নিয়োগ করতে চাইছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানার থাকলে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।

WEBCSC Recruitment 2025: বিবরণ

পদের নাম পদের সংখ্যা বেতন
সহকারী (গ্রেড-I) ১৬ টি ৩৮,৩৪০/- টাকা
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/সুপারভাইজার/ক্যাশিয়ার/লেজার কিপার ২৬ টি ৩৪,৬১৫/- টাকা
সহকারী (গ্রেড-II) ২৬ টি ৪০,৪০৯/- টাকা
ক্লারিক্যাল ৪ টি ৫৮,৬৪৪/- টাকা
সহকারী/সুপারভাইজার/ক্যাশিয়ার ৭ টি ৪২,৯৪৯/- টাকা
সহকারী (গ্রেড-I) ৬ টি ২১,৮৮৩/- টাকা

কী কী যোগ্যতা প্রয়োজন

শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ কো অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC) নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের কী শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা প্রয়োজন রয়েছে। তা নিচে চকের মাধ্যমে আলোচনা করা হলো।

পদের নাম শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা
সহকারী (গ্রেড-I) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতক পাস ১৮-৪০ বছর
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/সুপারভাইজার/ক্যাশিয়ার/লেজার কিপার যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতক পাস ১৮-৪০ বছর
সহকারী (গ্রেড-II) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস, কম্পিউটার দক্ষতা আবশ্যক ১৮-৪০ বছর
ক্লারিক্যাল যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতক পাস ১৮-৪০ বছর
সহকারী/সুপারভাইজার/ক্যাশিয়ার যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতক পাস ১৮-৪০ বছর
সহকারী (গ্রেড-I) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতক পাস ১৮-৪০ বছর

কিভাবে আবেদন করবেন

আগ্রহ প্রার্থীরা পশ্চিমবঙ্গ কো অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC) এর উল্লেখিত পদ গুলিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া পদক্ষেপ গুলি গ্রহণ করতে হবে।

  • প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া অনলাইন আবেদন লিংকে ক্লিক করুন।
  • এরপর নিজের মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর প্রাপ্ত আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে পুরো ফর্মটি পূরণ করুন এবং সেইসঙ্গে জরুরী ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন।
  • এরপর সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে জমা করুন।

আবেদনের তারিখ:

  • অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু – ২৮/০১/২০২৫ তারিখে।
  • অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ – ২৭/০২/২০২৫ তারিখে।

নির্বাচন প্রক্রিয়া

এই পদের জন্য প্রার্থীরা যৌগ্য কিনা তা বাছাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ও ইন্টারভিউর মাধ্যমে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

আবেদন লিংক Apply online

 

আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের

আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন