DA-র আগেই বাড়বে প্রভিডেন্ট ফান্ডের সুদ ? EPFO নিয়ে আসছে সুখবর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বাজেটে মধ্যবিত্ত পরিবারকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্র সরকার। অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারেও দেওয়া হয়েছে ছাড়পত্র। এরপর সরকার নিতে পারে আরো বড় সিদ্ধান্ত। বাড়িয়ে দেওয়া হতে পারে প্রোভিডিয়েন্ট ফান্ডের সুদের হার (Provident Fund Interest Rates)! এর আগেও একাধিকবার সুদের হার বাড়িয়েছে সরকার। আরও একবার PF-র সুদের হার বাড়তে পারে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও পড়ুন : মিড-ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের ! জারি বিজ্ঞপ্তি

PF-এ সুদের হার বাড়বে?

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার বেতনভোগী শ্রেণির জন্য একটি বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যার ফলে দেশের কোটি কোটি কর্মচারী সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে চাকুরিজীবীদের একাংশ আশা করছেন, কেন্দ্রীয় সরকার শীঘ্রই EPFO-তে জমা হওয়া টাকার উপর সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। যদিও নিশ্চিতভাবে কোনো কিছু বলার সময় এখনও আসেনি। পিএফের সুদের হার বাড়ানো হবে, এই মর্মে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনরকমের আভাস কিংবা ঘোষণা করা হয়নি। ফেব্রুয়ারির ২৮ তারিখে একটা বৈঠক আছে।

আরও পড়ুন : অকালে বুড়িয়ে যেতে না চাইলে মানতে হবে এই ৫ নিয়ম

কপাল খুলবে কোটি কোটি গ্রাহকের?

EPFO-এর এই বোর্ড মিটিংয়ে কী নিয়ে আলোচনা হতে পারে, সম্ভাব্য সিদ্ধান্ত ইত্যাদি বিষয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। এই বৈঠকেই ফান্ডের সুদের হার বৃদ্ধির বিষয়ে জরুরি কোনো সিদ্ধান্ত নেওয়া হলেও হতে পারে, এমন সম্ভবনার কথাও ইতিমধ্যে শোনা যাচ্ছে। ২০২৩-২৪ সালে কেন্দ্র সরকার প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ০.১০ শতাংশ বৃদ্ধি করেছিল ৷ এর ফলে বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ৮.২৫ শতাংশ হয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন