অজান্তেই আপনি কি করোনায় আক্রান্ত ? বুঝবেন কিভাবে !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অজান্তেই আপনি কি করোনায় আক্রান্ত ? আপনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা একটা পরীক্ষা না করিয়েই তা সহজে বুঝবেন কী ভাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটা বোঝা কিন্তু খুব একটা কঠিন নয়। করোনা হয়তো গুরুতর একটি অসুখ, তবু আপনার সু-স্বাস্থ্য কেমন তার ওপরেই নির্ভর করছে আপনি করোনার থেকে কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

করোনা

এক নজরে কিছু উপসর্গ —–

১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে করোনায় আক্রান্তদের ৮৭ শতাংশেরই হঠাত্‍ করে জ্বর আসে।  যদি তিন দিনের বেশি হালকা জ্বর থাকে ৯৯-১০০ ডিগ্রি তাহলে আপনি করোনা পরীক্ষা করুন।

২. করোনায় আক্রান্ত হলে খাবারের স্বাদ এবং গন্ধ পাওয়া যায় না। যেমন নারকেল এবং পেপারমিন্টের গন্ধ করোনা আক্রান্তরা অনুভব করতে পারেন না।

৩. শুকনো কাশি করোনা সংক্রমণের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তাই শুকনো কাশি এবং হালকা গলা ব্যাথা হলে সেটি করোনা হতেই পারে।

৪. আপনার যদি চোখ অল্প লাল হয়ে গিয়ে যদি চোখ জ্বালা করে এবং চোখ দিয়ে জল পড়ে তাহলে তা করোনার লক্ষণ হতে পারে।

আরো পড়ুন :- কো-ভ্যাকসিনকে তৃতীয় দফার ট্রায়ালের ছাড়পত্র !

৫. ছোট বাচ্চারা করোনায় আক্রান্ত হলে তাদের ক্ষেত্রে হাত, পা এবং পেটে চুলকানি হতে পারে।

৬. এছাড়াও বিশেষ করে শ্বাসকষ্ট করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার অন্যতম উপসর্গ।

৭. যদি জ্বরের সঙ্গে মাথাব্যথা, নাক দিয়ে জল পড়ার মতো উপসর্গ থাকে, তাহলে পরীক্ষা করুন।

তাছাড়াও গত কয়েক মাসে করোনা হয়েছিল কিনা তা জানার ভালো উপায় হল অ্যান্টিবডি টেস্ট করিয়ে নেওয়া।

Highlights

1. অজান্তেই আপনি কি করোনায় আক্রান্ত ?

2. ভালো উপায় হল অ্যান্টিবডি টেস্ট করিয়ে নেওয়া

#COVID #TEST

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন