অতি ভারী বৃষ্টির জন্য হার্ট ও ফুসফুসের অসুখে মৃত্যুর আশঙ্কা বাড়ে, চাঞ্চল্যকর দাবি গবেষণায়

By Bangla News Dunia Rajib

Published on:

rain

Bangla News Dunia , Rajib : অতি ভারী বৃষ্টির জন্য বৃদ্ধি পায় মৃত্যুহার। বিশেষত, হার্ট এবং ফুসফুসের অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা বাড়ে বলে দাবি করেছে একটি গবেষণা। সম্প্রতি এই গবেষণাটি বিএমজে-তে প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ৩৪টি দেশের ৪ দশকেরও বেশি সময়ের তথ্য একত্রিত করার পরই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা।

এ দিকে চলতি বছরে ভারতের বিভিন্ন রাজ্যে অতি ভারী বৃষ্টি হয়েছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বিপর্যস্ত হয়েছে জনজীবন। আর এমন পরিস্থিতিতে এই গবেষণা প্রকাশ পাওয়ায় বিশেষজ্ঞদের চোখ কপালে উঠেছে।

গবেষকদের কথায়, আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও কম সময়ের মধ্যে অতি বৃষ্টি হচ্ছে। এই কারণে সেই সব অঞ্চলের মৃত্যুহার প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য ভাবে ফুসফুসের অসুখে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে প্রায় ২৯ শতাংশ। আসলে অত্যধিক বৃষ্টি হলে পানীয় জল দূষিত হয়ে পড়ে। সেই সঙ্গে বৃদ্ধি পায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রকোপ। এর পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর বিরাট ক্ষতি হয়। এ সব কারণেই বাড়ে মৃত্যুহার।

আরো পড়ুন:- এবার SIM কার্ড ছাড়াই করা যাবে ফোন, BSNL-র পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে Jio, Airtel

বিশেষজ্ঞরা ১৯৮০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৬৪৫টি জায়গার প্রায় ১০.৯ কোটি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছেন। তাঁরা দেখতে চেষ্টা করেছেন যে বৃষ্টির পরিমাণ ঠিক কী ভাবে মৃত্যুহারের উপর প্রভাব ফেলে। আর সেই তথ্য বিশ্লেষণ করার পরই চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁরা।

এই গবেষণায় বলা হয়, যেই যেই জায়গায় প্রতি ৫ বছরের মধ্যে একবার খুব ভারী বৃষ্টিপাত হয়, সেখানে মৃত্যুহার সবথেকে বেশি বৃদ্ধি পায়। বিশেষত, ফুসফুস এবং হার্টের অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা থাকে বেশি। অপরদিকে, মাঝারি বৃষ্টিপাত হলে দূষণ কমে। এমনকী মানুষ বাইরে কম বেরোন। যার ফলে মৃত্যুহার কিছুটা কমে।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

বিশেষজ্ঞদের মতে, ভারী বৃষ্টিপাত হলে মনের উপর চাপ বাড়ে। মানুষ আর্থিক ক্ষতির কথা ভেবে অত্যধিক দুশ্চিন্তা করেন। যার ফলে হার্টের অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। শুধু তাই নয়, এই সময় জলের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে অনেক জীবাণু, যা প্রাণ কেড়ে নিতে পারে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের রেসপিরেটরি ভাইরাস এবং ব্যাকটেরিয়াও শরীরে সিঁধ কাটতে পারে। যার জন্য ফুসফুসের অসুখে মৃত্যুর আশঙ্কা বৃদ্ধি পায়। এ সব মিলিয়েই লাফিয়ে বাড়ে মৃত্যুহার।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন