অবাক কান্ড ডাক্তার ১ ফুট লম্বা কৃমি বের করলো মহিলার পেট থেকে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- অনেক দিন থেকে পেটে ব্যাথা ,জ্বর ,জন্ডিসে হলদে হয়ে গিয়ে শরীর শুকিয়ে যাওয়া অনেক দিন ধরেই চিকিৎসা ,ঝাড়ফুঁক কোনো কিছুরই বাদ নেই। তবুও কমেনা শরীর খারাপ। অবশেষে জলপাইগুড়ি সুপার স্পেসালিটি হসপিটালে অস্ত্র পাচারের মাধ্যমে এক ৫৫ বছরের মহিলার পেটের পিত্ত নালী কেটে বের করা হল ১ ফুট লম্বা কৃমি।

জলপাইগুড়ির হরিজন বস্তির বাসিন্দা দুখিলা বাঁশফোড় অনেক দিন ধরেই জ্বর ,শ্বাসকষ্ট , জন্ডিস ,খাবার অনীহা , শরীর দড়ির মতো পাকিয়ে যাচ্ছিলো। ঝাড়ফোঁক ,তুকতাক ওকোনোটাই বাঁদরাখেনি কিন্তু কিছুতেই কমছিল না রোগ। অবশেষে জলপাইগুড়ি সুপার স্পেসালিটি হসপিটালের চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে জানতে পারেন খাদ্য নালী থেকে একটি কৃমি কোনো ভাবে পিত্ত নালিতে গিয়ে ঘাপটি মেরে বসে আছে।

[ আরো পড়ুন :- ওরাল সেক্স থেকে ক্যান্সার ! কি করে হচ্ছে জানুন ! ]

আর এর ফলেই জ্বর ,জন্ডিস কোনোটাই কমছে না। ডাক্তাররা ১ মাস অবজার্ভেশনে রাখার পর অবশেষে অপরেশন করেন। ডাক্তাররা জানান রোগীর শারীরিক অবস্থা ভালো না থাকার দরুন অপরেশন করতে দেরি হয়। দেড় ঘন্টা অপরেশনের পর পিত্ত নালী থেকে ১ ফুট লম্বা একটি গোল কৃমি বের করে ডাক্তাররা। এখন অবশ মহিলা একটু সুস্থ আছেন। ডাক্তাররা বলেন তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন।

[ আরো পড়ুন :- করোনা ভাইরাসে মৃত্যু হল সেই ডাক্তার যিনি দুনিয়াকে সর্ব প্রথম করোনা ভাইরাসের কথা জানিয়ে ছিলেন। ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন