অ‌্যান্টিবায়োটিকের প্রভাব নিয়ে খারাপ খবর দিল ICMR !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

medicine

Bangla News Dunia  , Pallab  : আইসিএমআর তাদের সাম্প্রতিক রিপোর্টে দাবি, একাধিক রোগ-ব‌্যাধির নিরাময় আগের তুলনায় আরও কঠিন হচ্ছে। কারণ, একাধিক রোগ-ব‌্যাধি সৃষ্টিকারী ব‌্যাকটিরিয়ার উপর অ‌্যান্টিবায়োটিকের প্রভাব ক্রমশ কমে আসছে। ফলে বেশিরভাগ ব‌্যাধিই ধীরে ধীরে অ‌্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে উঠছে।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

এই তালিকায় রয়েছে ইউটিআই (ইউরিনারি ট্র‌্যাক্ট ইনফেকশন), রক্তের সংক্রমণ, নিউমোনিয়া, টাইফয়েড, সেপসিস, ডায়েরিয়া প্রভৃতি। বিশেষ করে ই কোলাই, ক্লিবসিয়েল্লা নিউমোনিয়া, সিউডোমোনাস ইরুজিনোসা, স্ট‌্যাফাইলোকক্কাই এরিয়াসের মতো ব‌্যাকটিরিয়া দিন দিন অ‌্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে উঠছে বলেই ICMR-র অ‌্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট‌্যান্স সারভেইল‌্যান্স নেটওয়ার্কের বার্ষিক রিপোর্টে দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিক থেকে তথ‌্য সংগ্রহ করে (এই তালিকায় আইসিইউ-র রোগী এবং আউটপেশেন্টরাও আছেন) এই রিপোর্ট তৈরি হয়েছে। সিফোট‌্যাক্সিম, সেফটাজিডিম, সিপরোফ্লোক্সেসিন, লিভোফ্লোক্সাসিনের মতো পরিচিত অ‌্যান্টিবায়োটিক আগের তুলনায় এই ব‌্যাকটিরিয়া প্রতিরোধে অন্তত ২০ শতাংশ কম সক্ষম হচ্ছে বলেই দাবি করা হয়েছে আইসিএমআর-এর রিপোর্টে। #Short News

আরো পড়ুন:- পুজোর মুখে ২০০ জন অনাথ শিশুর বিরাট দায়িত্ব নিলেন সৌরভ! জানতে পড়ুন বিস্তারিত

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন