আক্রান্তের থেকে বাড়লো সুস্থের সংখ্যা , বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আক্রান্তের থেকে বাড়লো সুস্থের সংখ্যা। ভারতে করোনা ভাইরাস ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বাড়ছে মৃত্যুও। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ লক্ষ। মৃত্যু হয়েছে ৩৩ হাজারের বেশি। দেশ বিদেশের বিভিন্ন বিজ্ঞানীরা রাত দিন এক করে করোনার ভ্যাকসিন তৈরির কাজ করে যাচ্ছেন। গোটা বিশ্বের মানুষ অপেক্ষায় রয়েছেন যে, কবে একটা সুখবর আসবে। ভ্যাকসিন আবিষ্কারের দিক দিয়ে এগিয়ে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এদিকে ভারত বায়োটেকের তৈরি কোভাক্সিনও আশার আলো দেখাচ্ছে।

Plasma Therapi

পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছিল। তবে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ২,১১২ জন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬০,৮৩০ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা ১,৪১১। সুস্থ হয়ে উঠেছেন ৩৯,৯১৭ জন। যা বেশ কিছুটা শাস্তির।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২,১৬৬ জন। গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। সুস্থ হয়ে উঠার হার বেড়ে হয়েছে ৬৫.৬২ শতাংশ। একদিনের হিসেবে মৃতের সংখ্যাটাও কমেছে। গতকাল মৃতের সংখ্যা ছিল ৪০ জন, আজ ৩৯ জন। পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫০২ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যার পাশাপাশি অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও কমেছে।

Highlights

1. আক্রান্তের থেকে বাড়লো সুস্থের সংখ্যা

2. আক্রান্ত ও মৃতের সংখ্যার পাশাপাশি অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও কমেছে

#COVID #Corona #Bengal #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন