Bangla News Dunia : S. Datta Roy – করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ মার্চ থেকে সারা দেশব্যাপী দীর্ঘ আড়াই মাস টানা লকডাউন থাকলেও এখনো দেশে সংক্রমণ কমেনি ,প্রতিদিনই নতুন নতুন আক্রান্ত হচ্ছে। আজ সোমবার থেকে সারা দেশেই সব কিছু ( অফিস ,ধর্মীয় স্থান ,শপিং মল ,রেস্টুরেন্ট ) খুলে যাচ্ছে। তবে সব ক্ষেত্রে জন্যই কেন্দ্রীয় সরকার আলাদা আলাদা গাইড লাইন দিয়েছে। যেমন -শপিং মলে একসাথে অনেক লোক ঢুকতে পারবে না। মলের বাইরে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। ধর্মীয় স্থানের বাইরে ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে, চরনামৃত বন্ধ। রেস্টুরেন্টে ৫০% সিট্ ফাঁকা রাখতে হবে এবং পেমেন্ট ডিজিটাল হবে ।
এতো কিছুর পরেও দেশের সামগ্রিক করোনা পরিস্থিতি নিয়ে এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। সংক্রমণে রবিবারই ভারত ৫ নম্বরে উঠে এসেছে। তিনি বলেন -‘ এখন যা পরিস্থিতি তাতে ভারতে করোনা সংক্রমণের ঘটনা আরও বাড়তে চলেছে। আগামী দু -তিন মাসে তা শীর্ষে পৌঁছাতে পারে। ‘ তবে তিনি এও বলেছেন -জাতীয় সস্তরে এই সংক্রমণ এখনো গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছায়নি। তারপর থেকে সংক্রমণ কমতে শুরু করবে।
তিনি আরও বলেন যে -আগামী ২-৩ মাসের মধ্যে করোনা ভ্যাকসিন চলে আসবে। তার কথায় -দেশের যে এলাকা গুলি হটস্পট সেইসব জায়গায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা আছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৯৯৭১ জন আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ২৮৭ জনের। মৃত্যুতে এখনো মহারাষ্ট্রই সর্বোচ্চ।
Highlights
১. সব ক্ষেত্রে জন্যই কেন্দ্রীয় সরকার আলাদা আলাদা গাইড লাইন দিয়েছে।
২. ভারতে করোনা সংক্রমণ আগামী দু -তিন মাসে তা শীর্ষে পৌঁছাতে পারে।
৩. আগামী ২-৩ মাসের মধ্যে করোনা ভ্যাকসিন চলে আসবে।
# করোনা সংক্রমণ # ভ্যাকসিন # ভারত