আবার ছড়াচ্ছে হাইব্রিড করোনা সংক্রমণ ! দেখুন কি কি উপসর্গ দেখে চিনবেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনা নিয়ে নতুন চিন্তা বাড়ছে। এবার একসঙ্গে করোনার দুই রূপ সংক্রমণ ঘাতে শুরু করেছে। অন্য দেশে বেশ কয়েক জনের শরীরে এই যুগ্ম সংক্রমণ দেখা গিয়েছিল। কিন্তু ভারতে তখনও প্রমাণিত হয় হাইব্রিড করোনা সংক্রমণ। এভবার সেটিও দেখা যাচ্ছে ভারতের ৭ রাজ্যে। এখন কোনও মানুষের শরীরে দু’ধরনের রূপ একসঙ্গে সংক্রমণ ঘটাতে পারছে।

বিজ্ঞানীরা বলছেন, ডেল্টা এমনিতে শরীরকে বেশ কাবু করে দিতে পারে। পাশাপাশি ওমিক্রনের সংক্রমণের হার বেশি। আবার ওমিক্রন গলায় সংক্রমণ ঘটায় বেশি। Hybrid Covid-এ যুগ্ম করোনার আক্রমণে সমস্যা দেখা দিতে পারে।

Hybrid Covid-এর উপসর্গগুলি কী কী?

কোনও স্পষ্ট ধারণা বিশেষজ্ঞরা দিতে পারছেন না। সংক্রমিতের সংখ্যা বাড়লে, তা বলা যাবে— এমনই বলছেন তাঁরা। কিন্তু কয়েকটি বিষয়ের দিকে নজর রাখতে বলছেন চিকিৎসকরা।

loan

প্রচণ্ড তাপমাত্রার জ্বর হতে পারে এর ফলে। বিশেষ করে বুক এবং পিঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়ে যেতে পারে।

দীর্ঘ সময় ধরে কাশি হতে পারে। কারও কারও ক্ষেত্রে টানা এক ঘণ্টা ধরেও কাশি হচ্ছে এই Hybrid Covid-এর সংক্রমণের কারণে। দিনে ২-৩ বার হতে পারে এমন দীর্ঘ সময়ের কাশি।

ওমিক্রনে স্বাদ-গন্ধের বোধ কমে যায়নি। কিন্তু এই Hybrid Covid-এর ক্ষেত্রে তা হচ্ছে।

বাঁচার উপায়

বিজ্ঞানীরা বলছেন, নিয়মমাফিক টিকা নেওয়ার উপরেই ভরসা রাখতে হবে। স্বাস্থ্যবিধি এবং করোনাবিধি মেনে চলতে হবে। যাঁদের অন্য জটিল অসুখ আছে, তাঁদের সাবধানে থাকতে হবে এই সময়ে।

আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন