আবার মহামারীর আশঙ্কায় চিন্তিত চিন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আবার মহামারীর আশঙ্কায় চিন্তিত চিন ! সারা বিশ্বে পাকিস্তান যেমন সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে ভাইরাসের ক্ষেত্রে আতুর ঘর অবস্থা হতে চলে চিনেরও। করোনার পর ফের এবার সেখানে তাণ্ডব দেখাতে শুরু করেছে নোরো নামে আরও একটি নতুন ধরনের ভাইরাস। কিন্তু তা স্বীকার করতে চাইছে না চীনের শি জিনপিংয়ের প্রশাসন।

Corona

চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত হয়েছে , দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি স্কুলের ৫০টি বাচ্চা নোরো ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিনের উত্তর দিকে শানজি প্রদেশ ও উত্তর-পশ্চিমে অবস্থিত লায়নিং প্রদেশের বেশ কিছু স্কুল ও কলেজের পড়ুয়ারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের বমি হওয়ার পাশাপাশি ডায়রিয়াও দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছে করোনা ভাইরাসের থেকেও মারাত্মক সংক্রমণ ক্ষমতা এবং সমস্ত বয়সের মানুষকেই আক্রান্ত করার ক্ষমতা রয়েছে নোরোর।

আরো পড়ুন :- সাইনাসের সংক্রমণ থেকে বাঁচতে কি কি করবেন জানুন

চিনের স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, নোরো নামক ভাইরাসটি নিয়ে গবেষণা ও নিউক্লিক অ্যাসিড টেস্টের পর সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এর তরফে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নোরো ভাইরাসের সংক্রমণের ফলেই আক্রান্তদের বমি ও ডায়রিয়া হচ্ছে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি ও ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে চিনের প্রশাসন। ৪ বছর বাদে সেই ভ্যাকসিন বাজারে এলে এই মারণ ভাইরাসের সংক্রমণ ৮০ থেকে ৯০ শতাংশ রুখতে পারবে।

Highlights

1. আবার মহামারীর আশঙ্কায় চিন্তিত চিন ! 

2. নোরো ভাইরাসের সংক্রমণের ফলেই আক্রান্তদের বমি ও ডায়রিয়া হচ্ছে

#নোরো #Covid

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন