ঋতুচক্র বন্ধ হতে পারে পুরুষদেরও ! জানেন কি কি সমস্যা হতে পারে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ঋতুবন্ধ শব্দটা মহিলাদের ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। কিন্তু পুরুষদের জীবনেও ‘মেনোপজ’ আসে। সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের যদি টানা ১ বছর ঋতুস্রাব না হয়, ডাক্তাররা ধরে নেন ঋতুবন্ধ হয়ে গিয়েছে। ডিম্বাশয় নিষ্ক্রিয় হয়ে পড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের কিছু শারীরিক ও মানসিক পরিবর্তনও হয়। শুধু মহিলারা নন, ৩০ বছরের পর থেকে প্রতি বছর পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাও কমতে শুরু করে। জীবনে আসে ঋতুবন্ধের মতো মুহূর্ত। বিজ্ঞানের পরিভাষায় ‘অ্যান্ড্রোপজ’ বলা হয়।

আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?

মেনোপজের মতো অ্যান্ড্রোপজ শুধু বয়স বাড়ার উপরেই নির্ভর করে না। ডায়াবিটিস, অসবাদ, ক্লান্তি, দুর্বলতা, বিভিন্ন যৌন কারণে শরীরে টেস্টোস্টেরন কমে গেলে অ্যান্ড্রোপজ হতে পারে।

অ্যান্ড্রোপজের লক্ষণ কী ?

অ্যান্ড্রোপজ পুরুষদের অনেক শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটায়। অবসাদে ভোগা, শারীরিক দক্ষতা কমে আসা, ঘুমে ব্যাঘাত ঘটা, শুক্রাশয়ের আকার ছোট হয়ে আসা, শরীরের রোম ঝরে যাওয়া, মিলনে অনীহা এগুলি অ্যান্ড্রোপজের অন্যতম লক্ষণ।

আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর

মহিলাদের ঋতুবন্ধের পর মহিলারা মা হতে না পারলেও পুরুষদের অ্যান্ড্রোপজের পরেও বাবা হওয়ার সম্ভাবনা থাকে। শুক্রাণুর মান দুর্বল হয়ে যাওয়ায় অনেক জটিলতা আসতে পারে। সন্তানের ক্ষেত্রে অসুখের ঝুঁকি থাকে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন : আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !

আরো পড়ুন :- FREE-তে ল্যাপটপ দিচ্ছে সরকার, আপনি APPLY করেছেন ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন